ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:১৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • 241

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমকে (৪৫) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের হাতে তুলে দিয়েছে তার স্ত্রী ও সন্তানসহ স্থানীয় লোকজন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার সরকার পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সরকার পাড়ার চারতলায় তার স্ত্রী ও সন্তানেরা থাকলেও সে আলাদাভাবে নিচতলায় থাকতেন। রবিবার সকালে উজ্জলের সহযোগিতায় এক নারীকে বাসায় ডেকে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। এ সময় তার স্ত্রী-সন্তান ও এলাকার লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এক নারী ও উজ্জল মিয়া নামে এক সহযোগিকেও আটক করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম এর আগেও এ ধরণের কাজে লিপ্ত হয়ে ধরা খায়।অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ও একটি নাশকতা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিছুদিন আগে আখাউড়ার একটি হোটেলেও তিনি নারীসহ ধরা পড়েন।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

আপডেট সময় ০৮:১৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমকে (৪৫) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের হাতে তুলে দিয়েছে তার স্ত্রী ও সন্তানসহ স্থানীয় লোকজন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার সরকার পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সরকার পাড়ার চারতলায় তার স্ত্রী ও সন্তানেরা থাকলেও সে আলাদাভাবে নিচতলায় থাকতেন। রবিবার সকালে উজ্জলের সহযোগিতায় এক নারীকে বাসায় ডেকে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। এ সময় তার স্ত্রী-সন্তান ও এলাকার লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এক নারী ও উজ্জল মিয়া নামে এক সহযোগিকেও আটক করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম এর আগেও এ ধরণের কাজে লিপ্ত হয়ে ধরা খায়।অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ও একটি নাশকতা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিছুদিন আগে আখাউড়ার একটি হোটেলেও তিনি নারীসহ ধরা পড়েন।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।