মধ্য ইউরোপে বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অস্ট্রিয়ায় উদ্ধার তৎপরতার সময় একজন দমকলকর্মী মারা গেছে এবং পোল্যান্ডে একজন ব্যক্তি ডুবে গেছে। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
ভিয়েনার আশেপাশের অস্ট্রিয়ান প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। দেশটির নেতারা জানিয়েছেন, ‘নজিরবিহীন চরম পরিস্থিতি’ দেখা দিয়েছে দেশে।রোমানিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে শনিবার চারজন নিহত হয়েছে এবং দু’জন নিখোঁজ রয়েছেন।
চেক প্রজাতন্ত্রে নিখোঁজদের হিসাব পাওয়া যায়নি। দেশটিতে বহু মানুষকে দুর্গত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ৫১ হাজার পরিবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রোববার বন্যায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রোমানিয়ায় ঝড় বরিসের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাটি অঞ্চলে বন্যার সময় চারজন নিহত হয়েছে। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস শনিবার বলেছেন, ‘আমরা আবার জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি হচ্ছি, যা নাটকীয় পরিণতিসহ ইউরোপ মহাদেশে ক্রমবর্ধমানভাবে উপস্থিত হচ্ছে।