ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি কমে কাল থেকে বাড়তে পারে গরম

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ অবস্থায় আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এসময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে সারাদেশে বিচ্ছিনভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ২/৩ দিন গরম বাড়তে পারে।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

বৃষ্টি কমে কাল থেকে বাড়তে পারে গরম

আপডেট সময় ০২:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ অবস্থায় আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এসময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে সারাদেশে বিচ্ছিনভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ২/৩ দিন গরম বাড়তে পারে।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।