ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বেক্সিমকোর কারখানায় আগুন দিয়েছেন শ্রমিকরা

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো গ্রুপের ওই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা রাস্তাও অবরোধ করে রাখেন। দুপুর ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস নামের কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এখনো আগুন জ্বলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন।

জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের দাবিতে উত্তাল মুরাদনগর

গাজীপুরে বেক্সিমকোর কারখানায় আগুন দিয়েছেন শ্রমিকরা

আপডেট সময় ০৫:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো গ্রুপের ওই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা রাস্তাও অবরোধ করে রাখেন। দুপুর ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগ বস নামের কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এখনো আগুন জ্বলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন।