ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার Logo রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর Logo থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত Logo মুন্সীগঞ্জের মেঘনায় বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে নয়ন-পিয়াস গ্রুপের গুলিতে নিহত স্যুটার মান্নান, গুলিবিদ্ধ-১ Logo চাঁদাবাজির সময় কালা মানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo দুই কিশোরকে মারধরের পরে বয়স ১৮ বছর দেখিয়ে মামলা Logo প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ Logo হঠাৎ সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ Logo সুন্দরগঞ্জে খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ Logo টিভিতে যে খেলা থাকছে আজ

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিনের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের এ সম্পত্তি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘টি আই তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে আমরা ধারণা করছি।

এ দম্পতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পরিপূর্ণ হিসাব পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে। তুহিন বা তার স্ত্রী যাতে ব্যাংক থেকে টাকা তুলে নিতে না পারেন কিংবা স্থাবর সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে না পারেন এ জন্য এ সম্পত্তি জব্দ করে রাখা হলো। দুদকের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন অনুসন্ধান করে স্থাবর-অস্থাবরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান। এসব সম্পত্তি জব্দ করার জন্য ফরিদপুর দুদুক গত ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর আদালত সম্পত্তি জব্দ করার আদেশ দেন। সে পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর এ সম্পত্তি জব্দ করে দুদক।

স্থগিত করে দেওয়া হয় ব্যাংক হিসাব। আরো জানা গেছে, জব্দ করা স্থাবর সম্পত্তি সবই পুলিশ কর্মকর্তা তুহিনের স্ত্রী জামিলা পারভীনের নামে। এর মধ্যে খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় তার বাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। ব্যাংকে টাকা ও স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।

এর মধ্যে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় সঞ্চয়ী হিসাবে ৩৯ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা রয়েছে। ওই ব্যাংকের অন্য একটি হিসাবে স্থায়ী আমানত রয়েছে ৪০ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

আপডেট সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিনের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের এ সম্পত্তি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘টি আই তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে আমরা ধারণা করছি।

এ দম্পতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পরিপূর্ণ হিসাব পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে। তুহিন বা তার স্ত্রী যাতে ব্যাংক থেকে টাকা তুলে নিতে না পারেন কিংবা স্থাবর সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে না পারেন এ জন্য এ সম্পত্তি জব্দ করে রাখা হলো। দুদকের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন অনুসন্ধান করে স্থাবর-অস্থাবরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান। এসব সম্পত্তি জব্দ করার জন্য ফরিদপুর দুদুক গত ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর আদালত সম্পত্তি জব্দ করার আদেশ দেন। সে পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর এ সম্পত্তি জব্দ করে দুদক।

স্থগিত করে দেওয়া হয় ব্যাংক হিসাব। আরো জানা গেছে, জব্দ করা স্থাবর সম্পত্তি সবই পুলিশ কর্মকর্তা তুহিনের স্ত্রী জামিলা পারভীনের নামে। এর মধ্যে খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় তার বাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। ব্যাংকে টাকা ও স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।

এর মধ্যে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় সঞ্চয়ী হিসাবে ৩৯ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা রয়েছে। ওই ব্যাংকের অন্য একটি হিসাবে স্থায়ী আমানত রয়েছে ৪০ লাখ টাকা।