চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আজ ভোরে দগ্ধ হওয়া চিকিৎসাধীন অবস্থায় আহমেদ উল্লাহ (৩৮) নামে এক শ্রমিক মৃত্যু হয়েছ।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও সাতজন এখনও চিকিৎধীর রয়েছেন।
প্রসঙ্গত, শনিবার (৭ সেপ্টেম্বর) সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানায় , চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ১২ জন ভর্তি আছে। তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে আর সবার কমবেশি শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।