নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে পিএইচডির যাত্রা শুরু হয়েছে।
দুইজন শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান ও মো: মাহবুবুল আলম শাওন-এর পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত পিএইচডি প্রোগ্রামের সূচনা হয়।
পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদ্বয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড: মোহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড: আবদুল্লাহ আল মামুন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
তিনি শিক্ষার্থী ও বিভাগীয় শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, DANIDA (Danish International Development Agency) এর অর্থায়নে “Climate-resilient aquatic food systems for healthy lives of young women and girls in Bangladesh (AQUAFOOD)” প্রকল্পের আওতায় দুজন শিক্ষার্থীই পূর্ণ শিক্ষাবৃত্তি প্রাপ্ত হবেন।