ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানসিক ভারসাম্য হারিয়েও ভুলেনি কুরআনের আয়াত Logo কুষ্টিয়া জেলা বিএনপির অভিযোগ বাক্সে ১০দিনে ৯ অভিযোগ Logo ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার Logo রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য ৭ দফা প্রস্তাব ঘোষণা ড. ইউনূসের Logo কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান Logo মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি Logo টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি , দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা Logo চট্টগ্রাম বন্দরে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি Logo টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ Logo চট্টগ্রামে হোটেল সৈকতের রেস্তোরাঁয় আগুন

ইসরাইল হামলা অব্যাহত রাখলে পণবন্দীরা ফিরবে কফিনে: হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরাইলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় থাকা পণবন্দীরা ইসরাইলে ফিরবে ‘কফিনে।’ ইসরাইলি সৈন্যরা বন্দীদের উদ্ধারে কাছাকাছি এসে পড়লে করণীয় সম্পর্কে যোদ্ধাদের ‘নতুন নির্দেশনা’ দেয়া হয়েছে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ‘চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করার ব্যাপারে [ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন] নেতানিয়াহুর জোরাজুরির অর্থ হলো তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। তাদের পরিবারকে মৃত বা জীবিত গ্রহণ করবে, তার কোনো একটা বেছে নিতে হবে।’

সোমবার (২ সেপ্টেম্বর) তিনি এই বিবৃতি দেন। এর দু’দিন আগে ইসরাইল গাজা থেকে ছয় বন্দীর মৃতদেহ উদ্ধার করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে যেকোনো ধরনের বন্দী বিনিময় চুক্তিতে বাধা দেয়ার প্রেক্ষাপটে বন্দীদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী দায়ী।’

এর আগে নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ গাজার রাফার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোকে হামাস হত্যা করেছে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদেরকে জীবিত না আনতে পেরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

উল্লেখ্য, গাজায় আটক পণবন্দীদের উদ্ধারে হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু সফল হতে পারিনি। হামাসকে এজন্য অনেক মূল্য দিতে হবে।’

তবে হামাসের সিনিয়র কর্মর্তা ইজ্জাত আল-রিশেক বলেন, ওই ছয় বন্দী ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে।

ওই হামলার ফলে ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ বাড়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানসিক ভারসাম্য হারিয়েও ভুলেনি কুরআনের আয়াত

ইসরাইল হামলা অব্যাহত রাখলে পণবন্দীরা ফিরবে কফিনে: হামাস

আপডেট সময় ১২:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরাইলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় থাকা পণবন্দীরা ইসরাইলে ফিরবে ‘কফিনে।’ ইসরাইলি সৈন্যরা বন্দীদের উদ্ধারে কাছাকাছি এসে পড়লে করণীয় সম্পর্কে যোদ্ধাদের ‘নতুন নির্দেশনা’ দেয়া হয়েছে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ‘চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করার ব্যাপারে [ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন] নেতানিয়াহুর জোরাজুরির অর্থ হলো তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। তাদের পরিবারকে মৃত বা জীবিত গ্রহণ করবে, তার কোনো একটা বেছে নিতে হবে।’

সোমবার (২ সেপ্টেম্বর) তিনি এই বিবৃতি দেন। এর দু’দিন আগে ইসরাইল গাজা থেকে ছয় বন্দীর মৃতদেহ উদ্ধার করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে যেকোনো ধরনের বন্দী বিনিময় চুক্তিতে বাধা দেয়ার প্রেক্ষাপটে বন্দীদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী দায়ী।’

এর আগে নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ গাজার রাফার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোকে হামাস হত্যা করেছে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদেরকে জীবিত না আনতে পেরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

উল্লেখ্য, গাজায় আটক পণবন্দীদের উদ্ধারে হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু সফল হতে পারিনি। হামাসকে এজন্য অনেক মূল্য দিতে হবে।’

তবে হামাসের সিনিয়র কর্মর্তা ইজ্জাত আল-রিশেক বলেন, ওই ছয় বন্দী ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে।

ওই হামলার ফলে ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ বাড়ছে।