ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লিভারপুল অধ্যায়ের ইতি টানতেন সালাহ?

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • 162

এ মৌসুম শেষেই তিনি লিভারপুল অধ্যায়ের ইতি টানতে চলেছেন বলে জানালেন মোহাম্মদ সালাহ ।

আগে, ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন এই মিশরীয় ফুটবলার। করেছেন ২১৪ গোল।

স্কাই স্পোর্টস স্বাক্ষাতকারে সালাহ বলেছেন ‘গ্রীষ্মটা ভালোই কেটেছে, যেহেতু ক্লাবে আমার এটাই শেষ বছর তাই চেষ্টা করব বাকিটা সময়ও ইতিবাচক থাকার’।

৩২ বছর বয়সী তারকার সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ফুরাবে এ মৌসুম শেষেই। সেই মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি সালাহ ও লিভারপুল কর্তৃপক্ষের। কোথায় যাবেন তা অবশ্য এখনো বলেনি সালাহ, ‘আমি সময়টা উপভোগ করতে চাইছি। এ (লিভারপুল ছাড়া) নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখি আগামী বছর কী হয়।’

 

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের হল কমিটি বিদ্যমান থাকবে: ছাত্রদল সভাপতি

লিভারপুল অধ্যায়ের ইতি টানতেন সালাহ?

আপডেট সময় ০৮:০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

এ মৌসুম শেষেই তিনি লিভারপুল অধ্যায়ের ইতি টানতে চলেছেন বলে জানালেন মোহাম্মদ সালাহ ।

আগে, ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন এই মিশরীয় ফুটবলার। করেছেন ২১৪ গোল।

স্কাই স্পোর্টস স্বাক্ষাতকারে সালাহ বলেছেন ‘গ্রীষ্মটা ভালোই কেটেছে, যেহেতু ক্লাবে আমার এটাই শেষ বছর তাই চেষ্টা করব বাকিটা সময়ও ইতিবাচক থাকার’।

৩২ বছর বয়সী তারকার সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ফুরাবে এ মৌসুম শেষেই। সেই মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি সালাহ ও লিভারপুল কর্তৃপক্ষের। কোথায় যাবেন তা অবশ্য এখনো বলেনি সালাহ, ‘আমি সময়টা উপভোগ করতে চাইছি। এ (লিভারপুল ছাড়া) নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখি আগামী বছর কী হয়।’