ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু Logo নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo গ্রেড ও বেতন নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর Logo মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত Logo বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত Logo তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ Logo সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

মহান রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন (সুরা তাওবা, আয়াত: ১০৮)।

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

গোসলের ক্ষেত্রে কুলি করা, নাকি পানি দেয়া ও সারা শরীর ভালোভাবে ধৌত করতে হয়। এ ক্ষেত্রে ফরজ গোসলের সময় নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে সঠিকভাবে ফরজ গোসল হয় না।
এরকম নানান প্রশ্ন মানুষের মনে জন্মে, আসুন আমরা জেনেনি গোসলের পরে অজু করতে হয় কি না?

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন- যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা অজু করে আর সে তার মুখ ধৌত করে, তখন অজুর পানি অথবা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়। যা সে তার দু’চোখ দিয়ে দেখেছিল। আর যখন সে তার দু’হাত ধৌত করে তখন অজুর পানি বা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায়, যা সে হাত দিয়ে ধরেছিল, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। (তিরমিজী, হাদিস: ২, সহিহ মুসলিম, হাদিস: ৪৭০)

হাদিস অনুযায়ী, গোসলের পর নতুন করে অজু করার প্রয়োজন নেই। কারণ, অজুর সময় যেসব অঙ্গ ধৌত করতে হয় সেগুলো গোসলের সময় ধোয়া হয়ে যায়। খোদ রাসুল (সা.) ও গোসল শেষে অজু করতেন না। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর অজু করতেন না। (সুনান আন নাসায়ী, ৪৩০; তিরমিজী, হাদিস: ১০৭)

আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) গোসলের পর নামাজ বা অন্যান্য ইবাদাতের জন্য নতুন করে অজু করতেন না। (মেশকাত, হাদিস: ৪৪৫)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

আপডেট সময় ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

মহান রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন (সুরা তাওবা, আয়াত: ১০৮)।

গোসল শেষে আবার অজু করতে হবে কি?

গোসলের ক্ষেত্রে কুলি করা, নাকি পানি দেয়া ও সারা শরীর ভালোভাবে ধৌত করতে হয়। এ ক্ষেত্রে ফরজ গোসলের সময় নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে সঠিকভাবে ফরজ গোসল হয় না।
এরকম নানান প্রশ্ন মানুষের মনে জন্মে, আসুন আমরা জেনেনি গোসলের পরে অজু করতে হয় কি না?

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন- যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা অজু করে আর সে তার মুখ ধৌত করে, তখন অজুর পানি অথবা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়। যা সে তার দু’চোখ দিয়ে দেখেছিল। আর যখন সে তার দু’হাত ধৌত করে তখন অজুর পানি বা অজুর পানির শেষ ফোটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায়, যা সে হাত দিয়ে ধরেছিল, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। (তিরমিজী, হাদিস: ২, সহিহ মুসলিম, হাদিস: ৪৭০)

হাদিস অনুযায়ী, গোসলের পর নতুন করে অজু করার প্রয়োজন নেই। কারণ, অজুর সময় যেসব অঙ্গ ধৌত করতে হয় সেগুলো গোসলের সময় ধোয়া হয়ে যায়। খোদ রাসুল (সা.) ও গোসল শেষে অজু করতেন না। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পর অজু করতেন না। (সুনান আন নাসায়ী, ৪৩০; তিরমিজী, হাদিস: ১০৭)

আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) গোসলের পর নামাজ বা অন্যান্য ইবাদাতের জন্য নতুন করে অজু করতেন না। (মেশকাত, হাদিস: ৪৪৫)