ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফিনিক্স পাখির মতো জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার আগে পদত্যাগ করুন

স্বৈরাচার ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ না করলে তাদেরকে ছাত্রসমাজ ফিনিক্স পাখির মতো জ্বালিয়ে-পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মার্চ ফর রেজিগনেশন’ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তারা।

সোমবার (১৯ আগস্ট) নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে শেষ হয় মার্চ কর্মসূচি। কর্মসূচি পরবর্তী ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর করে সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের দালাল নোবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। তাদের সময়ে বিশ্ববিদ্যালয়ের মান কমে গিয়েছে, র্যাংকিং এ পিছিয়ে পড়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবিপ্রবি এর সমন্বয়ক মোহাম্মদ মহসীন বলেন, ‘ভিসি দিদার এবং প্রো-ভিসি বাকী এদের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নাই। এরা নির্লজ্জ, বেহায়া, স্বৈরাচারীর দোসর৷ তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে মোমবাতি প্রজ্বলন করেছিলো, আমাদের ভাইদের রক্তে যখন রাজপথ রঞ্জিত তখন তারা কেক কাটে। তাই অনতিবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্রসমাজ যখন আগুনে জ্বলে উঠবে তাদেরকে ফিনিক্স পাখির মতো নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

আরেক সমন্বয়ক মারুফা আকতার বলেন, ‘যখন আন্দোলন চলছিলো এই স্বৈরাচারী ভিসি আমাদের মেয়েদেরকে হল থেকে বের করে দিয়েছে। গভীর রাত্রে আমার বোনদের হলে থাকতে দেয়নি। এই ভিসি কখনোই শিক্ষার্থীবান্ধব ছিলেন না। আমরা চাই শিক্ষার্থীবান্ধব হবে এমন ভিসি যেনো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আসে।’

জনপ্রিয় সংবাদ

নাটোরে স্কুলছাত্রী হত্যা মামলায় ৩ আসামির ৪৪ বছরের কারাদণ্ড

ফিনিক্স পাখির মতো জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার আগে পদত্যাগ করুন

আপডেট সময় ০৪:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

স্বৈরাচার ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ না করলে তাদেরকে ছাত্রসমাজ ফিনিক্স পাখির মতো জ্বালিয়ে-পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মার্চ ফর রেজিগনেশন’ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তারা।

সোমবার (১৯ আগস্ট) নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে শেষ হয় মার্চ কর্মসূচি। কর্মসূচি পরবর্তী ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর করে সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের দালাল নোবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। তাদের সময়ে বিশ্ববিদ্যালয়ের মান কমে গিয়েছে, র্যাংকিং এ পিছিয়ে পড়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবিপ্রবি এর সমন্বয়ক মোহাম্মদ মহসীন বলেন, ‘ভিসি দিদার এবং প্রো-ভিসি বাকী এদের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নাই। এরা নির্লজ্জ, বেহায়া, স্বৈরাচারীর দোসর৷ তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে মোমবাতি প্রজ্বলন করেছিলো, আমাদের ভাইদের রক্তে যখন রাজপথ রঞ্জিত তখন তারা কেক কাটে। তাই অনতিবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্রসমাজ যখন আগুনে জ্বলে উঠবে তাদেরকে ফিনিক্স পাখির মতো নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

আরেক সমন্বয়ক মারুফা আকতার বলেন, ‘যখন আন্দোলন চলছিলো এই স্বৈরাচারী ভিসি আমাদের মেয়েদেরকে হল থেকে বের করে দিয়েছে। গভীর রাত্রে আমার বোনদের হলে থাকতে দেয়নি। এই ভিসি কখনোই শিক্ষার্থীবান্ধব ছিলেন না। আমরা চাই শিক্ষার্থীবান্ধব হবে এমন ভিসি যেনো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আসে।’