ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক Logo হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের Logo রোমাঞ্চের ম্যাচ: ২০৩ রানের পেছনে ছুটে শ্রীলঙ্কার লড়াই, শেষে সুপার ওভারে হার Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম
সৌদি সুপার কাপ

আল-হিলালের বিপক্ষে আল-নাসরের বড় পরাজয়

আল-হিলালের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও যেন শেষটা ভুলে যেতে চায় আল-নাসর। সাম্প্রতিক সময়ে দুই দলের পাঁচ মুখোমুখি লড়াইয়ের চারটিতেই পরাজিত আল-নাসর। তবে আজকের হারের স্মৃতি বিশেষভাবে মনে থাকবে রোনালদো এবং তার ভক্তদের মনে।

আল-নাসরের কোচ লুইস ক্যাস্ট্রোকে এবার নতুন কৌশল ভাবতেই হবে।

ম্যাচের প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে আল-নাসর কিছুটা স্বস্তিতে থাকলেও দ্বিতীয়ার্ধে আল-হিলাল তাদের ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তারা আল-নাসরের জালে ৪টি গোল দেয়, ফলে ৪-১ গোলের হার নিয়ে ফাইনাল থেকে বিদায় নিতে হয় রোনালদোর দলকে। অন্যদিকে, হোর্হে হেসুরের নেতৃত্বে আল-হিলাল গেল মৌসুমে ঘরোয়া ট্রেবলের পর এবারও দুর্দান্ত সূচনা করেছে।

প্রথম ৪৫ মিনিট ছিল আল-নাসরের দখলে। যদিও বলের নিয়ন্ত্রণে পিছিয়ে ছিল, তবে আক্রমণে তারা ছিল এগিয়ে। এই আধিপত্যের ফল তারা পায় ৪৪ মিনিটে, যখন আব্দুল রহমান ঘারেবের পাস থেকে বক্সের সেন্টার থেকে রোনালদো বাঁ পায়ের শটে গোল করেন।

তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আল-হিলাল সমতা ফেরায় সার্বিয়ান তারকা সার্জ মিলাঙ্কোভিচ-সাভিচের মাধ্যমে, যিনি আলেকজান্ডার মিত্রোভিচের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন। এরপর ৬৩ এবং ৬৯ মিনিটে মিত্রোভিচের দুটি গোল আল-হিলালকে এগিয়ে দেয়। ম্যালকমের অ্যাসিস্টে ৭২ মিনিটে চতুর্থ গোলটি করে আল-হিলাল জয় নিশ্চিত করে।

শেষের দিকে আল-নাসর কিছু আক্রমণ চালানোর চেষ্টা করলেও তারা আর কোনো গোল করতে পারেনি ফলে ফাইনাল থেকে ৪-১ গোলের হার নিয়ে বিদায় নিতে হয় রোনালদোর দলকে। এটা তাদের জন্য একটি তিক্ত অভিজ্ঞতা বটে।

৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক

সৌদি সুপার কাপ

আল-হিলালের বিপক্ষে আল-নাসরের বড় পরাজয়

আপডেট সময় ০৮:২২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

আল-হিলালের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও যেন শেষটা ভুলে যেতে চায় আল-নাসর। সাম্প্রতিক সময়ে দুই দলের পাঁচ মুখোমুখি লড়াইয়ের চারটিতেই পরাজিত আল-নাসর। তবে আজকের হারের স্মৃতি বিশেষভাবে মনে থাকবে রোনালদো এবং তার ভক্তদের মনে।

আল-নাসরের কোচ লুইস ক্যাস্ট্রোকে এবার নতুন কৌশল ভাবতেই হবে।

ম্যাচের প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে আল-নাসর কিছুটা স্বস্তিতে থাকলেও দ্বিতীয়ার্ধে আল-হিলাল তাদের ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তারা আল-নাসরের জালে ৪টি গোল দেয়, ফলে ৪-১ গোলের হার নিয়ে ফাইনাল থেকে বিদায় নিতে হয় রোনালদোর দলকে। অন্যদিকে, হোর্হে হেসুরের নেতৃত্বে আল-হিলাল গেল মৌসুমে ঘরোয়া ট্রেবলের পর এবারও দুর্দান্ত সূচনা করেছে।

প্রথম ৪৫ মিনিট ছিল আল-নাসরের দখলে। যদিও বলের নিয়ন্ত্রণে পিছিয়ে ছিল, তবে আক্রমণে তারা ছিল এগিয়ে। এই আধিপত্যের ফল তারা পায় ৪৪ মিনিটে, যখন আব্দুল রহমান ঘারেবের পাস থেকে বক্সের সেন্টার থেকে রোনালদো বাঁ পায়ের শটে গোল করেন।

তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আল-হিলাল সমতা ফেরায় সার্বিয়ান তারকা সার্জ মিলাঙ্কোভিচ-সাভিচের মাধ্যমে, যিনি আলেকজান্ডার মিত্রোভিচের পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন। এরপর ৬৩ এবং ৬৯ মিনিটে মিত্রোভিচের দুটি গোল আল-হিলালকে এগিয়ে দেয়। ম্যালকমের অ্যাসিস্টে ৭২ মিনিটে চতুর্থ গোলটি করে আল-হিলাল জয় নিশ্চিত করে।

শেষের দিকে আল-নাসর কিছু আক্রমণ চালানোর চেষ্টা করলেও তারা আর কোনো গোল করতে পারেনি ফলে ফাইনাল থেকে ৪-১ গোলের হার নিয়ে বিদায় নিতে হয় রোনালদোর দলকে। এটা তাদের জন্য একটি তিক্ত অভিজ্ঞতা বটে।