গাজা উপত্যকায় স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় ৯ শিশু, তিন নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ জন নিহত হয়েছে। অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাসাল বলেন, আজলাহ পরিবারের বাড়ি ও আল-জাওয়াইদায় তাদের গুদামে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। তিনি নিহতদের তালিকাও দিয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও তিন নারী রয়েছে।
মধ্যরাতের পরপরই হামলাটি হয় বলে আহমেদ আবু আল-ঘৌল নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। উদ্ধারকারীরা বাড়িটির ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনার সময় তিনি বলেন, তিনটি রকেট সরাসরি বাড়িটিতে আঘাত হানে।
ভেতরে অনেক শিশু ও নারী ছিল। ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, এক হাজার ১৯৮ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল।
অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।