বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও প্রবাসী সাংবাদিক জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা চায়না প্রতিনিধি সাংবাদিক এসএম আলআমিনের বাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীদের মিলন মেলা হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) বাদ জুমা জেলার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় অংশ গ্রহন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,বগুড়া শহর শিবিরের সভাপতি রেজওয়ান ইসলাম, বগুড়া জেলা পূর্বের ছাত্র শিবিরের সভাপতি জোবায়ের হোসেনসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বর্তমান ও সাবেক শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা মানছুর রহমান বলেন, আওয়ামী দুঃশাসনের ফলে দেশের অনেকেই বাইরে হিজরত করতে বাধ্য হন। তাদের মধ্যে সাংবাদিক আল আমীন দীর্ঘ ৫ বছর ধরে নিজ বাড়িতে আসতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের মাধ্যমে সাংবাদিক আল আমীন তার নিজ জন্মভূমিতে আসতে পেরেছে।
উক্ত মিলনমেলায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমান।দোয়া মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করেন।