ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • 58

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

গাজায় গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ পরিসংখ্যান দিয়েছে। সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জন মারা গেছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫ জনে। আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জনেরও বেশি ফিলিস্তিনি। এ যুদ্ধে গাজার প্রতি ৫৫ জনে একজন মারা গেছে বলেও জানায় মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পরিসংখ্যানে জানিয়েছে, নিহতের সংখ্যার মধ্যে রয়েছে বেসামরিক মানুষের পাশাপাশি যোদ্ধারাও।

এসব বেসামরিকের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন, তারা গাজার বেসামরিক লোকদের ক্ষতি কমানোর চেষ্টা করছেন। হামাস বেসামরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করেছে। তারাই এর জন্য দায়ী।

এর আগে গত মাসে ইসরায়েল বলেছিল, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গাজার ১৪ হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে। তবে সিএনএন স্বাধীনভাবে মন্ত্রণালয়ের এসব তথ্য যাচাই করতে পারে না।

গাজায় নিহতের সংখ্যা ছাড়াও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে আরো দেখা যায়, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরী।

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় ১২:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

গাজায় গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ পরিসংখ্যান দিয়েছে। সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জন মারা গেছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫ জনে। আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জনেরও বেশি ফিলিস্তিনি। এ যুদ্ধে গাজার প্রতি ৫৫ জনে একজন মারা গেছে বলেও জানায় মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পরিসংখ্যানে জানিয়েছে, নিহতের সংখ্যার মধ্যে রয়েছে বেসামরিক মানুষের পাশাপাশি যোদ্ধারাও।

এসব বেসামরিকের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন, তারা গাজার বেসামরিক লোকদের ক্ষতি কমানোর চেষ্টা করছেন। হামাস বেসামরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করেছে। তারাই এর জন্য দায়ী।

এর আগে গত মাসে ইসরায়েল বলেছিল, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গাজার ১৪ হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে। তবে সিএনএন স্বাধীনভাবে মন্ত্রণালয়ের এসব তথ্য যাচাই করতে পারে না।

গাজায় নিহতের সংখ্যা ছাড়াও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে আরো দেখা যায়, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরী।