ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ

আর্থিক-প্রশাসনিক ক্ষমতা পেলেন ডিএনসিসির প্রধান নির্বাহী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 272

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে অর্পণ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের স্বাক্ষর করা অফিস আদেশে উল্লেখ করা হয়, যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে সিটি কর্পোরেশনের মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। পাশাপাশি প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সাথেও যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
সেখানে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১৪ আগস্ট হতে কার্যকর হবে।

ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে যেভাবে বলা হয়েছে সেভাবেই চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

আর্থিক-প্রশাসনিক ক্ষমতা পেলেন ডিএনসিসির প্রধান নির্বাহী

আপডেট সময় ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে অর্পণ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের স্বাক্ষর করা অফিস আদেশে উল্লেখ করা হয়, যেহেতু সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে সিটি কর্পোরেশনের মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। পাশাপাশি প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সাথেও যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
সেখানে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১৪ আগস্ট হতে কার্যকর হবে।

ডিএনসিসির এক কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে যেভাবে বলা হয়েছে সেভাবেই চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।