ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মূ্ল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা

পণ্য উৎপাদন, সরবরাহ বাড়ানো ও চাঁদাবাজি প্রতিরোধসহ মূ্ল্যস্ফীতি কমানোর বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (১৪ আগষ্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। সভায় বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য সচিব, শিল্প সচিব, ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মূ্ল্যস্ফীতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে উৎপাদন ও সরবরাহ অন্যতম। আর এসব বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, মূ্ল্যস্ফীতি এমন একটি বিষয় যা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে আশা করি আগামী ২/১ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনা যাবে। কৃষি পণ্য উৎপাদন বাড়াতে কৃষকের যা যা প্রয়োজন তা যোগান দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে পথেঘাটে চাঁদাবাজি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মূল্যস্ফীতি ও মুদ্রানীতি এ দুটি বিষয় সমন্বয় করে কাজ করবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশ্চয়৷ সমন্বয় করেই কাজ করা হবে৷ তবে সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় হয়৷ অর্থের অপচয় রোধ করতে হবে এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে৷ সেটা দেশি সম্পদ হোক বা বিদেশ থেকে ধার করা হোক৷ এ দুটি ক্ষেত্রেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে৷ আমরা অর্থের অপচয় করব না৷

পুরাতন পদক্ষেপ নতুন ক্ষেত্র কীভাবে সফল হবে এমন উত্তরে তিনি বলেন, আমরা নিশ্চয়ই নতুন পদক্ষেপ নিব এবং সে পদক্ষেপের বাস্তবায়ন যাতে হয় সেটা নিশ্চিত করব৷ অনেক জায়গায় দেখেছেন অনেক পদক্ষেপ বাস্তবায়ন হয় না সেটার অনেক কারণ আছে৷ আমরা যেটা নিব সেটা বাস্তবায়ন করবো।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মূ্ল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা

আপডেট সময় ০৮:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

পণ্য উৎপাদন, সরবরাহ বাড়ানো ও চাঁদাবাজি প্রতিরোধসহ মূ্ল্যস্ফীতি কমানোর বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (১৪ আগষ্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। সভায় বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য সচিব, শিল্প সচিব, ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মূ্ল্যস্ফীতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে উৎপাদন ও সরবরাহ অন্যতম। আর এসব বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, মূ্ল্যস্ফীতি এমন একটি বিষয় যা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে আশা করি আগামী ২/১ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনা যাবে। কৃষি পণ্য উৎপাদন বাড়াতে কৃষকের যা যা প্রয়োজন তা যোগান দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে পথেঘাটে চাঁদাবাজি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মূল্যস্ফীতি ও মুদ্রানীতি এ দুটি বিষয় সমন্বয় করে কাজ করবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশ্চয়৷ সমন্বয় করেই কাজ করা হবে৷ তবে সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় হয়৷ অর্থের অপচয় রোধ করতে হবে এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে৷ সেটা দেশি সম্পদ হোক বা বিদেশ থেকে ধার করা হোক৷ এ দুটি ক্ষেত্রেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে৷ আমরা অর্থের অপচয় করব না৷

পুরাতন পদক্ষেপ নতুন ক্ষেত্র কীভাবে সফল হবে এমন উত্তরে তিনি বলেন, আমরা নিশ্চয়ই নতুন পদক্ষেপ নিব এবং সে পদক্ষেপের বাস্তবায়ন যাতে হয় সেটা নিশ্চিত করব৷ অনেক জায়গায় দেখেছেন অনেক পদক্ষেপ বাস্তবায়ন হয় না সেটার অনেক কারণ আছে৷ আমরা যেটা নিব সেটা বাস্তবায়ন করবো।