ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

প্রথমেই ধস ১২২ রানেই শেষ মুশফিক-মুমিনুলদের ইনিংস

প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বেশ কয়েকজনের জন্য ‘এ’ দল । তবে শুরুটা ভালো হলো না মুশফিকুর রহিম-মুমিনুল হকদের। পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে গেছে এনামুল হকের দল। ইনিংসে একমাত্র ফিফটি ওপেনার মাহমুদুল হাসানের, আর কেউ ১৪ রানের বেশিও করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে জবাবে ২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস।

গতকাল পাকিস্তান ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হয় খেলা। তার আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল।]

ওপেনিং ব্যাটিংয়ে প্রথম উইকেট হারায় মাত্র ৬ রানে তারা-মীর হামজার বলে বোল্ড হন জাকির হাসান। একপ্রান্তে মাহমুদুল টিকে ছিলেন, কিন্তু তাঁকে সে অর্থে কেউই সঙ্গ দিতে পারেননি। কোনো জুটিও বড় হয়নি তাই। অবশ্য একসময় ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’, সেখান থেকে ৩১ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় তারা।

তিন নাম্বারে নামা অধিনায়ক এনামুল টিকে ছিলেন বেশ কিছুক্ষণ, খেলেন ৪৫ বল। তবে নাসিম শাহর প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। এনামুলের পর মুমিনুলকেও আউট করেন নাসিম, দুজনই উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেন।
এ ম্যাচে বাংলাদেশ খেলাচ্ছে মাত্র ছয়জন স্বীকৃত ব্যাটসম্যানকে, সাতে তাই আসতে হয় নাঈম হাসানকে। মিডল অর্ডারের পর লোয়ার মিডল অর্ডার পাকিস্তান শাহিনসের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। উমর আমিনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মাহমুদুল ৬৫ রান করেন ১১৬ বলে, মারেন ৯টি চার।

শাহিনসের হামজা ও নাসিম নেন ৩টি করে উইকেট, ১টি করে নেন মোহাম্মদ আলী ও উমর আমিন। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নেন ২টি উইকেট।

স্কোর
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (মাহমুদুল ৬৫, মুশফিক ১৪, মুমিনুল ১১, রেজাউর ১০; নাসিম ৩/২৪, হামজা ৩/৩৩, রমিজ জুনিয়র ২/৪১)।
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০)।

 

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

প্রথমেই ধস ১২২ রানেই শেষ মুশফিক-মুমিনুলদের ইনিংস

আপডেট সময় ০৭:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বেশ কয়েকজনের জন্য ‘এ’ দল । তবে শুরুটা ভালো হলো না মুশফিকুর রহিম-মুমিনুল হকদের। পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে গেছে এনামুল হকের দল। ইনিংসে একমাত্র ফিফটি ওপেনার মাহমুদুল হাসানের, আর কেউ ১৪ রানের বেশিও করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে জবাবে ২ ওভারে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস।

গতকাল পাকিস্তান ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা দুইটায় শুরু হয় খেলা। তার আগে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল।]

ওপেনিং ব্যাটিংয়ে প্রথম উইকেট হারায় মাত্র ৬ রানে তারা-মীর হামজার বলে বোল্ড হন জাকির হাসান। একপ্রান্তে মাহমুদুল টিকে ছিলেন, কিন্তু তাঁকে সে অর্থে কেউই সঙ্গ দিতে পারেননি। কোনো জুটিও বড় হয়নি তাই। অবশ্য একসময় ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’, সেখান থেকে ৩১ রান তুলতেই শেষ ৭ উইকেট হারায় তারা।

তিন নাম্বারে নামা অধিনায়ক এনামুল টিকে ছিলেন বেশ কিছুক্ষণ, খেলেন ৪৫ বল। তবে নাসিম শাহর প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৭ রানের বেশি করতে পারেননি তিনি। এনামুলের পর মুমিনুলকেও আউট করেন নাসিম, দুজনই উইকেটকিপার সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেন।
এ ম্যাচে বাংলাদেশ খেলাচ্ছে মাত্র ছয়জন স্বীকৃত ব্যাটসম্যানকে, সাতে তাই আসতে হয় নাঈম হাসানকে। মিডল অর্ডারের পর লোয়ার মিডল অর্ডার পাকিস্তান শাহিনসের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। উমর আমিনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মাহমুদুল ৬৫ রান করেন ১১৬ বলে, মারেন ৯টি চার।

শাহিনসের হামজা ও নাসিম নেন ৩টি করে উইকেট, ১টি করে নেন মোহাম্মদ আলী ও উমর আমিন। লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র নেন ২টি উইকেট।

স্কোর
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (মাহমুদুল ৬৫, মুশফিক ১৪, মুমিনুল ১১, রেজাউর ১০; নাসিম ৩/২৪, হামজা ৩/৩৩, রমিজ জুনিয়র ২/৪১)।
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০)।