এম আর আমীন : শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ই আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ৩টার দিকে উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীবৃন্দের প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ প্রফেসর ড.এস. কাইয়ুম উদ্দিন আহমেদ কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের পোষেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চলাকালীন তার রুমে ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়েছে এবং পরে তাদের আন্দোলনে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন বলেন, কলেজের কিছু শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে হট্টগোল শুরু করেন। তারা আমার পদত্যাগ দাবি করে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সম্মানের কথা ভেবে সেই কাগজে স্বাক্ষর করে দিয়েছি।