ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি

সব মন্ত্রালয়ের সচিব এবং সব কমিশন প্রধানদের আজকের মধ্যে অপসারণের দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।

হাসনাত লিখেন, ‘দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।’

সেইসঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের দাবি, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে ১০ শতাংশ ভোটকে ৪০ শতাংশ বানানো আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিলেন তখনকার জননিরাপত্তা সচিব মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে জাহাঙ্গীর আলম লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই তাকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হব।’

জনপ্রিয় সংবাদ

সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি

আপডেট সময় ০৪:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

সব মন্ত্রালয়ের সচিব এবং সব কমিশন প্রধানদের আজকের মধ্যে অপসারণের দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।

হাসনাত লিখেন, ‘দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।’

সেইসঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের দাবি, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে ১০ শতাংশ ভোটকে ৪০ শতাংশ বানানো আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিলেন তখনকার জননিরাপত্তা সচিব মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে জাহাঙ্গীর আলম লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই তাকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হব।’