ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ দীর্ঘায়িত করতেই ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড: মাহমুদ আব্বাস

গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (০৬ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরআইএকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর আল জাজিরা।

সাক্ষাৎকারে তিনি বলেন, “কোন সন্দেহ নেই, হানিয়াকে হত্যার উদ্দেশ্য যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং যুদ্ধের পরিধি প্রসারিত করা।” এই হত্যাকাণ্ড আগ্রাসন বন্ধ করতে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের চলমান আলোচনায়ও নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান মাহমুদ আব্বাস।

‘এটি (হানিয়া হত্যাকাণ্ড) ছিল ইসরায়েলের অত্যন্ত ভীরুতাপূর্ণ একটি পদক্ষেপ। আমি নিঃসন্দেহে বলতে পারি, চলমান সংঘাতের মেয়াদ ও ব্যাপ্তি দীর্ঘায়িত করার অপচেষ্টার অংশ হিসেবেই হামাস নেতাকে হত্যা করা হয়েছে।’ ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও সেনা প্রত্যাহারসংক্রান্ত আলোচনায়ও এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিদ্যমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চলতি মাসেই মস্কো যাচ্ছেন মাহমুদ আব্বাস। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১২-১৪ আগস্ট রাশিয়া সফর করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল বিবৃতি দিয়ে জানায়, লেবাননের বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ শোকরকে হত্যা করা হয়েছে। এই দুই ঘটনা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের

যুদ্ধ দীর্ঘায়িত করতেই ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড: মাহমুদ আব্বাস

আপডেট সময় ০৭:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (০৬ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরআইএকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর আল জাজিরা।

সাক্ষাৎকারে তিনি বলেন, “কোন সন্দেহ নেই, হানিয়াকে হত্যার উদ্দেশ্য যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং যুদ্ধের পরিধি প্রসারিত করা।” এই হত্যাকাণ্ড আগ্রাসন বন্ধ করতে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের চলমান আলোচনায়ও নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান মাহমুদ আব্বাস।

‘এটি (হানিয়া হত্যাকাণ্ড) ছিল ইসরায়েলের অত্যন্ত ভীরুতাপূর্ণ একটি পদক্ষেপ। আমি নিঃসন্দেহে বলতে পারি, চলমান সংঘাতের মেয়াদ ও ব্যাপ্তি দীর্ঘায়িত করার অপচেষ্টার অংশ হিসেবেই হামাস নেতাকে হত্যা করা হয়েছে।’ ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও সেনা প্রত্যাহারসংক্রান্ত আলোচনায়ও এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিদ্যমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চলতি মাসেই মস্কো যাচ্ছেন মাহমুদ আব্বাস। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১২-১৪ আগস্ট রাশিয়া সফর করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল বিবৃতি দিয়ে জানায়, লেবাননের বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ শোকরকে হত্যা করা হয়েছে। এই দুই ঘটনা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।