ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমি আটক হইনি, দেশেই আছি: হারুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান ও বর্তমান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে নিজেই দাবি করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তার সঙ্গে মুঠোফোনে কথা হলে এ কথা জানান তিনি।

হারুন অর রশীদের কাছে জানতে চাওয়া হয়, আপনি নাকি আটক আছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নেই। পরে আমি বাসায় চলে আসছি।

দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি? এরকম কিছু বলছেন নাকি? আমি কাল কেমনে যাবো এয়ারপোর্ট? গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল। ফ্লাইট আজ থেকে শুরু হয়েছে। বিদেশ যাওয়ার কথা রিউমার।

হারুন অর রশীদকে গত ৩১ জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমি আটক হইনি, দেশেই আছি: হারুন

আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান ও বর্তমান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে নিজেই দাবি করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তার সঙ্গে মুঠোফোনে কথা হলে এ কথা জানান তিনি।

হারুন অর রশীদের কাছে জানতে চাওয়া হয়, আপনি নাকি আটক আছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নেই। পরে আমি বাসায় চলে আসছি।

দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি? এরকম কিছু বলছেন নাকি? আমি কাল কেমনে যাবো এয়ারপোর্ট? গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল। ফ্লাইট আজ থেকে শুরু হয়েছে। বিদেশ যাওয়ার কথা রিউমার।

হারুন অর রশীদকে গত ৩১ জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়।