ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩ জন Logo আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ,এক নারী সদস্য আটক Logo জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি Logo দূর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান Logo “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে নাট্যতরীর ‘মূকনাটক: জুলাই’ ও সেমিনার অনুষ্ঠিত Logo জমকালো আয়োজনে জবিতে সমাপ্ত হলো জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ Logo জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে Logo ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতির অঙ্গীকার সিইসির Logo জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান Logo বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির

আন্দোলনকে ঘিরে গণগ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 138

আন্দোলনকে ঘিরে গণগ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরে বিভিন্ন মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না।

আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেপ্তার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সভাপতিত্বে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান বলেন, এমন কোনো জেলা নেই যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। অধিকাংশ জেলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন।

আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই। তিনি আরো বলেন, ‘এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী। তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে।

আমরা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করবো না। ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরো শিথিলের কথা জানান। তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী চারদিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩ জন

আন্দোলনকে ঘিরে গণগ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরে বিভিন্ন মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না।

আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেপ্তার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সভাপতিত্বে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে আসাদুজ্জামান খান বলেন, এমন কোনো জেলা নেই যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। অধিকাংশ জেলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ধ্বংসের জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন।

আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। আমরা সবকিছুর নিন্দা জানাই। তিনি আরো বলেন, ‘এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী। তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে।

আমরা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করবো না। ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরো শিথিলের কথা জানান। তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী চারদিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।