ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিগগিরই হচ্ছে নতুন দুই বিভাগ Logo হজ প্যাকেজ ঘোষণা আগামীকাল, আগের চেয়ে কমবে খরচ Logo মৌলভীবাজারে তেলের পাইপ লাইনে আগুন লেগে বাবা-ছেলের মৃত্যু Logo বাঁশখালীর পাহাড়ে হারিয়ে যাওয়া ৭ শিশু নিরাপদে ফিরল মায়ের কোলে Logo ‎ছুটিতেও চলছে চাকসুর প্রচারণা, ইশতেহারে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের Logo শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ১২ জন আজীবন বহিষ্কৃত Logo ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার Logo ঘুণে ধরা বাংলাদেশকে বদলে দিতে চাই: জামায়াতে আমির Logo শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না: তারেক রহমান Logo ‘কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না’

রাজধানীর কাজীপাড়া রণক্ষেত্র, পুলিশ বক্সে আগুন

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৩:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 213

রাজধানীর কাজীপাড়া রণক্ষেত্র, পুলিশ বক্সে আগুন

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এদিকে, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। আইনমন্ত্রী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে।

শিগগিরই হচ্ছে নতুন দুই বিভাগ

রাজধানীর কাজীপাড়া রণক্ষেত্র, পুলিশ বক্সে আগুন

আপডেট সময় ০৩:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এদিকে, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদ ভবনের টানেলে তিনি সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। আইনমন্ত্রী বলেন, আমরা তাদের (শিক্ষার্থী) সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে।