দলের ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে গেলেন গ্যারেথ সাউথগেট। আজ সংবাদ মাধ্যমকে নিজের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সাউথগেট বলেছেন,‘ইংল্যান্ডের হয়ে খেলা এবং কোচ হওয়াটা একজন ইংলিশ হিসেবে গর্বের। এই তথ্য আমার সবকিছু বোঝায় এবং আমার সর্বোচ্চটুকুই দিয়েছি।
তবে এখন পরিবর্তনের সময়। নতুন অধ্যায়ের জন্য। স্পেনের বিপক্ষে রবিবারের বার্লিন ফাইনালই ইংল্যান্ডের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল। সাউথগেটের অধীনে দল ভালো খেললেও মেজর টুর্নামেন্টে সাফল্য আসছিল না ইংল্যান্ডের।
এবার সাফল্য পাওয়া খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছে ‘থ্রি লায়নসদের’। টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠে আশাহত হয়েছে তাদের। কাতার বিশ্বকাপেও সেমিফাইালে খেলেছি দলটি। সাফল্য না পাওয়ায় তাই বিভিন্ন সময় সাউথগেটের সমালোনচনা করে আসছিলেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড়েরা।
তাই নিজ থেকে দলে পরিবর্তনের ডাক দিয়ে কোচের পদ ছাড়লেন তিনি। পদ ছেড়ে দেওয়ায় দীর্ঘ ৮ বছরের পথ চলা থামল ইউরোতেই। দীর্ঘ এই সময়ে সাউথগেটের অধীনে ১০২ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে প্রায় ৬০ শতাংশ। ৬১ জয়ের বিপরীতে ২৪ ড্র এবং হার ১৭টিতে।