ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢামেকে চিকিৎসা নিয়েছেন আহত ২৯৭ শিক্ষার্থী

ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন আহত ২৯৭ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কেবল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ থেকে আহত হয়ে ২৯৭ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

যাদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অধিকাংশই আন্দোলনকারী শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। অন্যদিকে ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সাকিবকে নিয়ে কি বললেন আইন উপদেষ্টা

ঢামেকে চিকিৎসা নিয়েছেন আহত ২৯৭ শিক্ষার্থী

আপডেট সময় ১১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কেবল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ থেকে আহত হয়ে ২৯৭ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

যাদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা মেডিক্যাল কলেজ সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অধিকাংশই আন্দোলনকারী শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। অন্যদিকে ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।