ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, তীব্র নিন্দা জামায়াতের Logo সমালোচনার মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী Logo লালপুরে প্রাইভেটকার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাল সন্ধ্যায় কোটাবিরোধীদের সংবাদ সম্মেলন

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 240

কাল সন্ধ্যায় কোটাবিরোধীদের সংবাদ সম্মেলন

রাজধানীর শাহবাগে শুক্রবার (১২ জুলাই) বিকেলে প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে সংবাদ সম্মেলন ডেকে কর্মসূচি শেষ করেছেন কোটার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তারা। এছাড়া, শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনে সমন্বয়কারীদের সঙ্গে অনলাইনে বৈঠক করে পরবর্তী কর্মসূচির রূপরেখা ঠিক করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ এলাকায় আসেন। বিকেল ৪টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা পরে তারা শাহবাগে অবস্থান নেন।

শাহবাগে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার শাহবাগ ত্যাগ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করা হয়। সেখান থেকে শাহবাগ মোড়ে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। সারা দেশের আন্দোল ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেন তারা।

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ৷ কিন্তু, ৭ জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ

কাল সন্ধ্যায় কোটাবিরোধীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

রাজধানীর শাহবাগে শুক্রবার (১২ জুলাই) বিকেলে প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে সংবাদ সম্মেলন ডেকে কর্মসূচি শেষ করেছেন কোটার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তারা। এছাড়া, শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনে সমন্বয়কারীদের সঙ্গে অনলাইনে বৈঠক করে পরবর্তী কর্মসূচির রূপরেখা ঠিক করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ এলাকায় আসেন। বিকেল ৪টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা পরে তারা শাহবাগে অবস্থান নেন।

শাহবাগে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার শাহবাগ ত্যাগ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করা হয়। সেখান থেকে শাহবাগ মোড়ে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। সারা দেশের আন্দোল ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেন তারা।

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ৷ কিন্তু, ৭ জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন।