ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকায় সাংবা‌দিকতা ও সোস্যাল মিডিয়া বিষ‌য়ক কর্মশালা অনু‌ষ্ঠিত

ঢাকায় সাংবা‌দিকতা ও সোস্যাল মিডিয়া বিষ‌য়ক কর্মশালা অনু‌ষ্ঠিত

ঢাকায় সাংবাদিকতা ও সোস্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সেন্টার ফর এডভান্সড মি‌ডি‌য়া এডু‌কেশন (ক্যাম) এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন ক্যাম এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতার উপর আলোচনা রাখেন এশিয়ান টিভির চীফ রিপোর্টার বাতেন বিপ্লব।

 

এছাড়া সোস্যাল মিডিয়ার উপর সেশন পরিচালনা করেন সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট হামিদ ইয়াসির। এছাড়া ব্যাবহারিক সেশন পরিচালনা করেন ক্যাম এর মাল্টিমিডিয়া ইন্সট্রাক্টর এস এম মমিনুল ইসলাম। কর্মশালাায় সাংবা‌দিক বা‌তেন বিপ্লব সাংবা‌দিকতায় মোবাইল সাংবাদিকতার প্রভাব ও গণমাধ্যমে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের উপর গুরুত্বা আরোপ করেন। সোশ‌্যাল মি‌ডিয়া স্পে‌শা‌লিস্ট হা‌মিদ ইয়া‌সির বর্তমানে সোস্যাল মিডিয়ার গ্রহণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং সোস্যাল মিডিয়ার পরিশুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে আহবান জানান। কর্মশালায় ঢাকার বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যালয় ও ক‌লে‌জের প্রায় ৭০ জন শিক্ষান‌বিস তরুণ সাংবা‌দিক উপ‌স্থিত ছি‌লেন।

জনপ্রিয় সংবাদ

টিভিতে যে খেলা দেখবেন আজ

ঢাকায় সাংবা‌দিকতা ও সোস্যাল মিডিয়া বিষ‌য়ক কর্মশালা অনু‌ষ্ঠিত

আপডেট সময় ১০:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

ঢাকায় সাংবাদিকতা ও সোস্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সেন্টার ফর এডভান্সড মি‌ডি‌য়া এডু‌কেশন (ক্যাম) এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন ক্যাম এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক। কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতার উপর আলোচনা রাখেন এশিয়ান টিভির চীফ রিপোর্টার বাতেন বিপ্লব।

 

এছাড়া সোস্যাল মিডিয়ার উপর সেশন পরিচালনা করেন সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট হামিদ ইয়াসির। এছাড়া ব্যাবহারিক সেশন পরিচালনা করেন ক্যাম এর মাল্টিমিডিয়া ইন্সট্রাক্টর এস এম মমিনুল ইসলাম। কর্মশালাায় সাংবা‌দিক বা‌তেন বিপ্লব সাংবা‌দিকতায় মোবাইল সাংবাদিকতার প্রভাব ও গণমাধ্যমে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের উপর গুরুত্বা আরোপ করেন। সোশ‌্যাল মি‌ডিয়া স্পে‌শা‌লিস্ট হা‌মিদ ইয়া‌সির বর্তমানে সোস্যাল মিডিয়ার গ্রহণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং সোস্যাল মিডিয়ার পরিশুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে আহবান জানান। কর্মশালায় ঢাকার বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যালয় ও ক‌লে‌জের প্রায় ৭০ জন শিক্ষান‌বিস তরুণ সাংবা‌দিক উপ‌স্থিত ছি‌লেন।