বগুড়ার শাজাহানপুরে কৃষি অধিদপ্তরে উদ্দ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ মৌসুমী রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে রোববার সকালে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে মোস্তফা আলম নান্নু বলেছেন, বতর্মান সরকার কৃষি উন্নয়নে বযপক কর্মসূচি গ্রহন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস-চেয়ারম্যান আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সুলতানা, শাজাহানপুর থানার অফির্স ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাফুজার রহমান বাবলু,হযরত আলী, নুরুজ্জামান, সাইফুল ইসলাম বিমান, আতিকুর রহমান প্রমুখ।
এ সময় অত্র উপজেলায় মোট ১৩১০ জন কৃষকের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।