নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রাবণ সরকার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে তার কাছে গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। এ সময় আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদকসহ হলে প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তূর্য্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।