ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তখন আমরা কোথায় পালাবো: যুবলীগ নেতা

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাজা বলেন, আমরা যদি প্রশাসন বা পুলিশ নির্ভরশীল হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের দল চলবে না। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তখন আমরা কোথায় পালাবো।

বুধবার (৩ জুলাই) দুপুরে ‘বাংলাদেশ আওয়ামী-লীগ’-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে। তারা চেষ্টা করছে কিভাবে আওয়ামী-লীগের বিরুদ্ধে অপপ্রচার করা যায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা যায়। তারা আমাদের এমপি, মন্ত্রীদের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কমিটি গঠন না করি, কর্মীসভা না করি, কর্মীদের যদি উজ্জীবিত না করি। এই সুযোগে বিএনপি-জামাত আবার চাঙ্গা হয়ে যাবে। তারা চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায়, তখন আমরা কোথায় পালাবো। কাজেই আমরা না পালিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সে জন্য কর্মীসভা করতে হবে এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের সম্মানিত জায়গায় আনতে হবে।

যুবলীগের আহ্বায়ক অরও বলেন, আমরা যদি প্রশাসন ও পুলিশ নির্ভর হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের দল চলবে না। আজকে দল ক্ষমতায় আছে বিধায় আমরা কিছু বুঝতেছি না। আমরা গা ভাসিয়ে চলছি জোয়ারের সঙ্গে। কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গা ভাসিয়ে যাওয়া চলবে না। বড় বড় নেতাদের সঙ্গে ঘুরে, গাড়ির দরজা খুলে, চামচামি করে যদি আমরা পদ নেই, তাহলে আমরা সংগঠন চালাতে পারবো না।

এ সময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম জনি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তখন আমরা কোথায় পালাবো: যুবলীগ নেতা

আপডেট সময় ০১:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাজা বলেন, আমরা যদি প্রশাসন বা পুলিশ নির্ভরশীল হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের দল চলবে না। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তখন আমরা কোথায় পালাবো।

বুধবার (৩ জুলাই) দুপুরে ‘বাংলাদেশ আওয়ামী-লীগ’-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে। তারা চেষ্টা করছে কিভাবে আওয়ামী-লীগের বিরুদ্ধে অপপ্রচার করা যায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা যায়। তারা আমাদের এমপি, মন্ত্রীদের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কমিটি গঠন না করি, কর্মীসভা না করি, কর্মীদের যদি উজ্জীবিত না করি। এই সুযোগে বিএনপি-জামাত আবার চাঙ্গা হয়ে যাবে। তারা চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায়, তখন আমরা কোথায় পালাবো। কাজেই আমরা না পালিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সে জন্য কর্মীসভা করতে হবে এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের সম্মানিত জায়গায় আনতে হবে।

যুবলীগের আহ্বায়ক অরও বলেন, আমরা যদি প্রশাসন ও পুলিশ নির্ভর হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের দল চলবে না। আজকে দল ক্ষমতায় আছে বিধায় আমরা কিছু বুঝতেছি না। আমরা গা ভাসিয়ে চলছি জোয়ারের সঙ্গে। কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গা ভাসিয়ে যাওয়া চলবে না। বড় বড় নেতাদের সঙ্গে ঘুরে, গাড়ির দরজা খুলে, চামচামি করে যদি আমরা পদ নেই, তাহলে আমরা সংগঠন চালাতে পারবো না।

এ সময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম জনি প্রমুখ।