ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ নিহত ২

ফের কক্সবাজারে পাহাড়ধস, নিহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় ফের পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) ভোরে উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লক এবং বালুখালী এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় মো. আলমের ছেলে সিফাত (১৩)।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামসুদ্দৌজা বলেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। ভোর ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ ব্লকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর বিধ্বস্ত হয়ে মাটিচাপায় এক রোহিঙ্গা মারা যান।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় মাটিচাপায় স্থানীয় এক শিশু নিহত হয়েছে। এর আগে, গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে মাটিচাপায় ২ বাংলাদেশি এবং ৮ রোহিঙ্গা নিহত হন।

আমরা মাঠে আছি, নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ নিহত ২

আপডেট সময় ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় ফের পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) ভোরে উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লক এবং বালুখালী এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় মো. আলমের ছেলে সিফাত (১৩)।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামসুদ্দৌজা বলেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। ভোর ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ ব্লকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর বিধ্বস্ত হয়ে মাটিচাপায় এক রোহিঙ্গা মারা যান।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, বালুখালী ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় মাটিচাপায় স্থানীয় এক শিশু নিহত হয়েছে। এর আগে, গত ১৯ জুন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে মাটিচাপায় ২ বাংলাদেশি এবং ৮ রোহিঙ্গা নিহত হন।