ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর’ Logo থার্টিফার্স্ট উদযাপন করতে গিয়ে নাটোরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু Logo হিন্দুরা নয়, আগস্টের পর বাংলাদেশ থেকে বেশি ভারতে গেছেন মুসলিমরা: বিবিসি Logo ‘ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক,এটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে-সেনাপ্রধান Logo আজ থেকে শুরু বাণিজ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা Logo ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনে নিহত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী Logo জ্বালানি তেলের দাম কমলো Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ বিএনপির Logo বাংলাদেশকে জুলুম-নির্যাতন থেকে মুক্ত করেছেন আল্লাহ-মসজিদুল আকসার খতিব Logo শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২৫

কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত মেসি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল উঠেছে আর্জেন্টিনা। শেষ আটে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। শেষ আটে প্রতিপক্ষের চেয়েও আর্জেন্টিনার মূল দুশ্চিন্তা লিওনেল মেসিকে ঘিরে।

পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচের পর আর বিশ্রাম নেয়নি আর্জেন্টিনা দল। তবে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলন শুরুর পর আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি মনোযোগ থাকবে মেসির ফিটনেসের ওপর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি সতর্কতার সঙ্গে দলের অবস্থা পর্যবেক্ষণ করবেন। দল নিয়ে যেসব দ্বিধা ও দুশ্চিন্তা আছে, সেগুলো নিয়ে তিনি বিশেষভাবে কাজ করবেন।

এ মুহূর্তে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম যে মেসি। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ফিট না হয়ে খেলেছেন মেসি। সেই ম্যাচের ২৪ মিনিটে চিকিৎসকের শরণাপন্ন হতেও দেখা যায় তাকে।

সেদিন অবশ্য দুবার কড়া ট্যাকলের শিকারও হয়েছেন। চিলির বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছিলেন, ‘আশা করি, (আঘাতটা) তেমন বড় কিছু নয়।’ তবে সেই আঘাতই শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয় তাকে।

ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির মতো কারও অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হবে। এখন পর্যন্ত আশা করা হচ্ছে চোট কাটিয়ে শেষ আটের ম্যাচের আগেই প্রস্তুত হবেন মেসি। পুরো ম্যাচের জন্য না পেলেও কিছু সময়ের জন্য হয়তো তাকে পাওয়া যাবে। মেসি যদি শেষ পর্যন্ত শুরুর একাদশে না থাকেন, তবে তার জায়গায় আনহেল দি মারিয়া হয়তো শুরু থেকেই মাঠে থাকবেন। আর্জেন্টিনার কোচিং স্টাফরা নাকি মেসি ও দি মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না, একজনকে অন্যের বিকল্প হিসেবেই খেলাতে চান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর’

কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত মেসি

আপডেট সময় ১২:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল উঠেছে আর্জেন্টিনা। শেষ আটে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। শেষ আটে প্রতিপক্ষের চেয়েও আর্জেন্টিনার মূল দুশ্চিন্তা লিওনেল মেসিকে ঘিরে।

পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচের পর আর বিশ্রাম নেয়নি আর্জেন্টিনা দল। তবে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলন শুরুর পর আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি মনোযোগ থাকবে মেসির ফিটনেসের ওপর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি সতর্কতার সঙ্গে দলের অবস্থা পর্যবেক্ষণ করবেন। দল নিয়ে যেসব দ্বিধা ও দুশ্চিন্তা আছে, সেগুলো নিয়ে তিনি বিশেষভাবে কাজ করবেন।

এ মুহূর্তে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম যে মেসি। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ফিট না হয়ে খেলেছেন মেসি। সেই ম্যাচের ২৪ মিনিটে চিকিৎসকের শরণাপন্ন হতেও দেখা যায় তাকে।

সেদিন অবশ্য দুবার কড়া ট্যাকলের শিকারও হয়েছেন। চিলির বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছিলেন, ‘আশা করি, (আঘাতটা) তেমন বড় কিছু নয়।’ তবে সেই আঘাতই শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয় তাকে।

ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির মতো কারও অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হবে। এখন পর্যন্ত আশা করা হচ্ছে চোট কাটিয়ে শেষ আটের ম্যাচের আগেই প্রস্তুত হবেন মেসি। পুরো ম্যাচের জন্য না পেলেও কিছু সময়ের জন্য হয়তো তাকে পাওয়া যাবে। মেসি যদি শেষ পর্যন্ত শুরুর একাদশে না থাকেন, তবে তার জায়গায় আনহেল দি মারিয়া হয়তো শুরু থেকেই মাঠে থাকবেন। আর্জেন্টিনার কোচিং স্টাফরা নাকি মেসি ও দি মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না, একজনকে অন্যের বিকল্প হিসেবেই খেলাতে চান তারা।