ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo এবার শাপলা প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে Logo ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম
বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার জায়গায় একজন বদলি ক্রিকেটার নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু কে হবেন অধিনায়ক, এ নিয়ে কিছু তৎক্ষণাৎ কিছু জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অবশেষে নতুন অধিনায়কের নাম জানালো তারা।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন ওপেনার কুশল মেন্ডিস। ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। এদিকে দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা জানিয়েছেন, শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন।
কুশলের জন্য অবশ্য নেতৃত্ব নতুন কিছু নয়। বিগত কয়েক মাস ধরেই শানাকার ডেপুটির দায়িত্ব পালন করে আসছেন ২৮ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি।

শানাকা গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য সময় নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। গতকাল জানা গেছে, বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন শানাকা। তার জায়গায় দলে এসেছেন চামিকা করুনারত্নে। এ নিয়ে বিশ্বকাপের আগে ও মাঝে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালো শ্রীলঙ্কা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপ দলে থাকতে পারেননি তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার ছিটকে গেলেন শানাকাও।

শানাকার জায়গায় অধিনায়কত্ব পাওয়া কুশল আছেন দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ আর পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে করেছেন ৭৭ বলে ১২২। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ৬ ম্যাচে ৩ ফিফটিতে ২৭০ রান এসেছিল তার ব্যাট থেকে।লক্ষ্ণৌতে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচেই হেরেছে লঙ্কানরা। নতুন অধিনায়ক কুশলের নেতৃত্বে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

আপডেট সময় ০৪:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার জায়গায় একজন বদলি ক্রিকেটার নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু কে হবেন অধিনায়ক, এ নিয়ে কিছু তৎক্ষণাৎ কিছু জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অবশেষে নতুন অধিনায়কের নাম জানালো তারা।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন ওপেনার কুশল মেন্ডিস। ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। এদিকে দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা জানিয়েছেন, শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন।
কুশলের জন্য অবশ্য নেতৃত্ব নতুন কিছু নয়। বিগত কয়েক মাস ধরেই শানাকার ডেপুটির দায়িত্ব পালন করে আসছেন ২৮ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি।

শানাকা গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য সময় নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। গতকাল জানা গেছে, বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন শানাকা। তার জায়গায় দলে এসেছেন চামিকা করুনারত্নে। এ নিয়ে বিশ্বকাপের আগে ও মাঝে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালো শ্রীলঙ্কা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপ দলে থাকতে পারেননি তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার ছিটকে গেলেন শানাকাও।

শানাকার জায়গায় অধিনায়কত্ব পাওয়া কুশল আছেন দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ আর পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে করেছেন ৭৭ বলে ১২২। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ৬ ম্যাচে ৩ ফিফটিতে ২৭০ রান এসেছিল তার ব্যাট থেকে।লক্ষ্ণৌতে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচেই হেরেছে লঙ্কানরা। নতুন অধিনায়ক কুশলের নেতৃত্বে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।