বগুড়ার শাজাহানপুরে কোরবানির পশুর চামড়া কিনে বিপদে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। গরুর চামড়ার দাম ধসের পর ছাগলের চামড়া কেউ কিনছে না।
মাঠ পর্যায়ে গরুর চামড়া ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকায় কেনাবেচা হলেও ছাগল ও ভেড়ার ১০ টাকা থেকে ২০ টাকায় বেচাকেনা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে চামড়া কিনেছি। এর পরেও অনেকে লোকসান দিয়ে বিক্রি করতে হয়েছে।
উপজেলার চক চোপীনগর গ্রামের মইনুল ইসলাম জানান, এবার কুরবানির ছাগলের চামড়া দাম না থাকায় অনেকেই ফেলে দিয়েছি।
উপজেলার মাঝিড়া, রহিমাবাদ, বনানীসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে,গাভী ও ছাগলের চামড়ার দাম কম বলায়, ও পরবর্তীতে চামড়া ক্রেতারা কিনতে না আসায় অনেক চামড়া রাস্তায় এবং যত্রতত্র ফেলে দিয়েছে। এতে করে এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে।