ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

গাজার ত্রাণবহরে হামলা, ইসরায়েলি সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গাজার জন্য ত্রাণ বহনকারী ট্রাকে আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইসরায়েলি গোষ্ঠী টিজাভ-৯-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় শুক্রবার টিজাভ-৯-কে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। এই নিষেধাজ্ঞার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা টিজাভ-৯-এর যেকোনো সম্পদ জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে সংগঠনটির কোনো রকম লেনদেনও নিষিদ্ধ থাকবে।

শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছে, টিজাভ-৯ ইসরায়েলি সামরিক বাহিনীর রিজার্ভ সেনা এবং পশ্চিম তীরের হুইদি বসতিস্থাপনকারীদের সঙ্গে এ সংগঠনের সম্পৃক্ততা আছে, যারা ত্রাণের চালানে বাধা দেওয়া, ক্ষতি করা এবং হয়রানি করার মতো কর্মকাণ্ডে জড়িত।

বেশ কয়েক মাস ধরে ইসরায়েলি কর্মীরা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিয়ে আসছে। ১৩ মে বিক্ষোভকারীরা দখলকৃত পশ্চিম তীরে দুটি ট্রাকে আক্রমণ করে শস্যের বস্তা ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশ পেয়েছিল। এ ছাড়া ত্রাণের ট্রাকগুলোতে আগুন, লুটপাট চালানোয় হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গাজার মানবিক সংকট আরো খারাপ হওয়া রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমানোর জন্য মানবিক সহায়তা অতি জরুরি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরায়েল সরকারের দায়িত্ব গাজার পথে ইসরায়েল এবং পশ্চিম তীরে ট্রানজিটকৃত মানবিক সহায়তার ট্রাকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এই অত্যাবশ্যক মানবিক সহায়তা লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করব না। এই নিষেধাজ্ঞার আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজায় ত্রাণবাহী গাড়িগুলোকে রক্ষা করা থেকে আইন প্রয়োগকারীদের বাধা দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন।

কয়েক মাস ধরে ডানপন্থী ইসরায়েলিরা শ্বাসরুদ্ধকর ইসরায়েলি হামলার মধ্যে থাকা গাজায় সাহায্যের চালান ঠেকাতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করছে। এর ফলে ক্ষুধায় ভুগতে থাকা ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় সাহায্যের প্রবাহকে আরো ব্যাহত করছে। এখন ইসরায়েলি গোষ্ঠীগুলো ত্রাণের ট্রাকের ওপর আক্রমণ আরো বাড়িয়েছে, বিশেষ করে যখন ট্রাকগুলো দখলকৃত পশ্চিম তীরের মধ্য দিয়ে যাচ্ছে। গত মাসেও হেব্রন হিলস এলাকায় দুটি সাহায্যকারী ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, এ হামলার জন্য টিজাভ-৯ দায়ী ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফেব্রুয়ারিতে সই করা একটি নির্বাহী আদেশের আওতায় এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। বাইডেনের এই নির্বাহী আদেশের আওতায় এর আগে ফিলিস্তিনি একটি যোদ্ধাদল এবং ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

গাজার ত্রাণবহরে হামলা, ইসরায়েলি সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

গাজার জন্য ত্রাণ বহনকারী ট্রাকে আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইসরায়েলি গোষ্ঠী টিজাভ-৯-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় শুক্রবার টিজাভ-৯-কে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। এই নিষেধাজ্ঞার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা টিজাভ-৯-এর যেকোনো সম্পদ জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে সংগঠনটির কোনো রকম লেনদেনও নিষিদ্ধ থাকবে।

শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছে, টিজাভ-৯ ইসরায়েলি সামরিক বাহিনীর রিজার্ভ সেনা এবং পশ্চিম তীরের হুইদি বসতিস্থাপনকারীদের সঙ্গে এ সংগঠনের সম্পৃক্ততা আছে, যারা ত্রাণের চালানে বাধা দেওয়া, ক্ষতি করা এবং হয়রানি করার মতো কর্মকাণ্ডে জড়িত।

বেশ কয়েক মাস ধরে ইসরায়েলি কর্মীরা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিয়ে আসছে। ১৩ মে বিক্ষোভকারীরা দখলকৃত পশ্চিম তীরে দুটি ট্রাকে আক্রমণ করে শস্যের বস্তা ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশ পেয়েছিল। এ ছাড়া ত্রাণের ট্রাকগুলোতে আগুন, লুটপাট চালানোয় হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গাজার মানবিক সংকট আরো খারাপ হওয়া রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমানোর জন্য মানবিক সহায়তা অতি জরুরি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরায়েল সরকারের দায়িত্ব গাজার পথে ইসরায়েল এবং পশ্চিম তীরে ট্রানজিটকৃত মানবিক সহায়তার ট্রাকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এই অত্যাবশ্যক মানবিক সহায়তা লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করব না। এই নিষেধাজ্ঞার আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজায় ত্রাণবাহী গাড়িগুলোকে রক্ষা করা থেকে আইন প্রয়োগকারীদের বাধা দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন।

কয়েক মাস ধরে ডানপন্থী ইসরায়েলিরা শ্বাসরুদ্ধকর ইসরায়েলি হামলার মধ্যে থাকা গাজায় সাহায্যের চালান ঠেকাতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করছে। এর ফলে ক্ষুধায় ভুগতে থাকা ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় সাহায্যের প্রবাহকে আরো ব্যাহত করছে। এখন ইসরায়েলি গোষ্ঠীগুলো ত্রাণের ট্রাকের ওপর আক্রমণ আরো বাড়িয়েছে, বিশেষ করে যখন ট্রাকগুলো দখলকৃত পশ্চিম তীরের মধ্য দিয়ে যাচ্ছে। গত মাসেও হেব্রন হিলস এলাকায় দুটি সাহায্যকারী ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, এ হামলার জন্য টিজাভ-৯ দায়ী ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফেব্রুয়ারিতে সই করা একটি নির্বাহী আদেশের আওতায় এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। বাইডেনের এই নির্বাহী আদেশের আওতায় এর আগে ফিলিস্তিনি একটি যোদ্ধাদল এবং ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।