ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

কোমল পানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ বিষয়ে পণ্যটি বর্জনের আহ্বানসহ নানান অভিমত তুলে ধরছেন নেটিজেনরা। বাদ যাননি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীও। পণ্যটির নতুন বিজ্ঞাপনের ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ফেসুবুকের ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট (আন্দোলন) খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরও চাঙা হবে।’

ভক্ত-অনুসারীদের উদ্দেশে মিজানুর রহমান আজহারী বলেন, ‘যেকোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম-বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড ও স্টারবাকস অনেকটা আইসিউতে।’

বর্জন ও জনসচেতনতা একইসঙ্গে চলবে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক বক্তা বলেন, ‘শুধু পণ্যই নয়, ইসলাম-বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সব ইসলাম-বিদ্বেষী পণ্যমুক্ত।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিজানুর রহমান আজহারীর পোস্টে ৪১ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন তিন হাজার ৪০০ জনের বেশি।

এদিকে, বিজ্ঞাপনটিতে অভিনয় করে তোপের মুখে পড়েছেন ছোট পর্দার দুই পরিচিত মুখ শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবন। বিজ্ঞাপনের মূল বিষয় ছিল–কোকাকোলা বিশ্বের ১৯৩টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে, তা একেবারে গুজব। বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল শুরু হয়ে যায়। তোপের মুখে ফেসবুকে ক্ষমা চেয়েছেন শিমুল শর্মা আর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জীবন।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

কোমল পানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ বিষয়ে পণ্যটি বর্জনের আহ্বানসহ নানান অভিমত তুলে ধরছেন নেটিজেনরা। বাদ যাননি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীও। পণ্যটির নতুন বিজ্ঞাপনের ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ফেসুবুকের ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট (আন্দোলন) খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরও চাঙা হবে।’

ভক্ত-অনুসারীদের উদ্দেশে মিজানুর রহমান আজহারী বলেন, ‘যেকোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম-বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড ও স্টারবাকস অনেকটা আইসিউতে।’

বর্জন ও জনসচেতনতা একইসঙ্গে চলবে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক বক্তা বলেন, ‘শুধু পণ্যই নয়, ইসলাম-বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সব ইসলাম-বিদ্বেষী পণ্যমুক্ত।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিজানুর রহমান আজহারীর পোস্টে ৪১ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন তিন হাজার ৪০০ জনের বেশি।

এদিকে, বিজ্ঞাপনটিতে অভিনয় করে তোপের মুখে পড়েছেন ছোট পর্দার দুই পরিচিত মুখ শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবন। বিজ্ঞাপনের মূল বিষয় ছিল–কোকাকোলা বিশ্বের ১৯৩টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে, তা একেবারে গুজব। বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল শুরু হয়ে যায়। তোপের মুখে ফেসবুকে ক্ষমা চেয়েছেন শিমুল শর্মা আর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জীবন।