ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বগুড়ায় যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের তালিকায় রয়েছে তার নাম।

শনিবার (৮ জুন) রাতে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে কাহালু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিরাজুল ইসলাম ব্রাজিল বগুড়া শহরতলির দক্ষিণ গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে বসবাস করতেন। ব্রাজিল চারমাথা বন্দর শাখার যুবদলের সাবেক সভাপতি। বগুড়া সদর থানা পুলিশ গত ২০২২ সালের ২২ মার্চ শহরের বকশিবাজার এলাকায় তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করেছিল। তিনি সম্প্রতি একটি মামলায় জামিন লাভ করেন।

কিছুদিন আগে তার মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ব্রাজিল মোটরসাইকেলে করে সঙ্গী সুমনকে নিয়ে গ্রামের বাড়ি কাহালুর মুরইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিমপাড়ায় ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে। তখন ব্রাজিল ও সুমন মোটরসাইকেল ফেলে দৌড় দেন। প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা ব্রাজিলকে ধরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। সঙ্গী সুমন পালিয়ে যেতে সক্ষম হন।

রবিবার (৯ জুন) দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, অ্যাসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বগুড়ায় যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

বগুড়ার কাহালুতে সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের তালিকায় রয়েছে তার নাম।

শনিবার (৮ জুন) রাতে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে কাহালু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিরাজুল ইসলাম ব্রাজিল বগুড়া শহরতলির দক্ষিণ গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে বসবাস করতেন। ব্রাজিল চারমাথা বন্দর শাখার যুবদলের সাবেক সভাপতি। বগুড়া সদর থানা পুলিশ গত ২০২২ সালের ২২ মার্চ শহরের বকশিবাজার এলাকায় তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করেছিল। তিনি সম্প্রতি একটি মামলায় জামিন লাভ করেন।

কিছুদিন আগে তার মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ব্রাজিল মোটরসাইকেলে করে সঙ্গী সুমনকে নিয়ে গ্রামের বাড়ি কাহালুর মুরইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিমপাড়ায় ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে। তখন ব্রাজিল ও সুমন মোটরসাইকেল ফেলে দৌড় দেন। প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা ব্রাজিলকে ধরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। সঙ্গী সুমন পালিয়ে যেতে সক্ষম হন।

রবিবার (৯ জুন) দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, অ্যাসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।