ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের Logo রোমাঞ্চের ম্যাচ: ২০৩ রানের পেছনে ছুটে শ্রীলঙ্কার লড়াই, শেষে সুপার ওভারে হার Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম Logo চূড়ান্ত নয়, জালালে শুধু প্রাথমিক প্রিন্টিংয়ের দাবি ফেরদৌস ওয়াহিদের

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। শুক্রবার (৭ জুন) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ’ শীর্ষক এ সেমিনারে জাপানি কোম্পানি এবং জনশক্তি নিয়োগকারী সংস্থার প্রায় ৮০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে স্বাগত বক্তব্যে জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাত, যেমন: পোশাক শিল্প, চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে। এটি বাণিজ্য, বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে মানবসম্পদ নিয়োগসহ অনেক ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতার সুযোগ বৃদ্ধি করেছে।

সেমিনারের সহ-আয়োজক আইএম জাপানের নির্বাহী চেয়ারম্যান (সিইও) হিতোশি কানামোরি তার বক্তৃতায় বাংলাদেশ থেকে আরও বেশি মানবসম্পদ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বাংলাদেশে ব্যবসার পরিবেশ এবং সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগের পাশাপাশি জাপানি বিনিয়োগকারীদের দূতাবাসের প্রদত্ত সেবার বিবরণ তুলে ধরেন।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদীন ‘বাংলাদেশ: জাপানের জন্য দক্ষ মানবসম্পদের একটি উচ্চ সম্ভাবনাময় উৎস’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে আইএম জাপানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ড. মোহাম্মদ শাহ আলম ‘কেস স্টাডিজ: বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্নদের গ্রহণযোগ্যতা’ বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন।

হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান

আপডেট সময় ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। শুক্রবার (৭ জুন) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বাণিজ্য, বিনিয়োগ এবং মানবসম্পদ’ শীর্ষক এ সেমিনারে জাপানি কোম্পানি এবং জনশক্তি নিয়োগকারী সংস্থার প্রায় ৮০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে স্বাগত বক্তব্যে জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাত, যেমন: পোশাক শিল্প, চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে। এটি বাণিজ্য, বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে মানবসম্পদ নিয়োগসহ অনেক ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতার সুযোগ বৃদ্ধি করেছে।

সেমিনারের সহ-আয়োজক আইএম জাপানের নির্বাহী চেয়ারম্যান (সিইও) হিতোশি কানামোরি তার বক্তৃতায় বাংলাদেশ থেকে আরও বেশি মানবসম্পদ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বাংলাদেশে ব্যবসার পরিবেশ এবং সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ড. আরিফুল হক বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগের পাশাপাশি জাপানি বিনিয়োগকারীদের দূতাবাসের প্রদত্ত সেবার বিবরণ তুলে ধরেন।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদীন ‘বাংলাদেশ: জাপানের জন্য দক্ষ মানবসম্পদের একটি উচ্চ সম্ভাবনাময় উৎস’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে আইএম জাপানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ড. মোহাম্মদ শাহ আলম ‘কেস স্টাডিজ: বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্নদের গ্রহণযোগ্যতা’ বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন।