ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হলেন বিকৃত শিকার সেই তামান্না Logo ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হলেন টাকসুর সাবেক ভিপি এম এম আল মিনহাজ Logo ডাকসু নির্বাচন: বিপুল ভোটে জয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম Logo ডাকসু নির্বাচন বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা Logo ভাঙ্গায় অবরোধ ,ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ Logo দেখে দিন ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল Logo প্রচার-প্রচারণা শেষ, বৃহস্পতিবার জাকসু নির্বাচন Logo স্ত্রীসহ চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল Logo ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী সাদিক কায়েম Logo ইতিহাস গড়ে শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

কংগ্রেস-বিজেপির প্রার্থীদের চেয়ে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে এবার বাড়তি নজর মুর্শিদাবাদের বহরমপুরে। এই কেন্দ্রটি কংগ্রেসের অধীর চৌধুরীর গড় নামেই পরিচিত। তবে এবার এ আসনটিতে বাজিমাত করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান।

মঙ্গলবার (৪ জুন) সবশেষ খবর পাওয়া পর্যন্ত অধীর চৌধুরীর চেয়ে অন্তত ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের পাঠান ভ্রাতৃদ্বয়ের বড়জন। আর তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির নির্মল কুমার সাহা।

এর আগে ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সস ইন্ডিয়ার বুথফেরত জরিপেও ইউসুফ পাঠানের জয়ের ব্যাপারে ইঙ্গিত দেয়া হয়েছিল। ওই জরিপে বলা হয়েছিল, নিজের ‘গড়’ বহরমপুরে কিছুটা পিছিয়ে আছেন অধীর চৌধুরী। লোকসভার এই কেন্দ্রটিতে জয়ের দিকে কিছুটা এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।

তবে বুথফেরত জরিপের ফলাফল যে সবসময় ঠিক হবে, সেরকম কোনো নিশ্চয়তা নেই। অনেক সময়ই এক্সিট পোলে যা বলা হয়, তার ঠিক উল্টো হয় আসল ফলাফল।

আর ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সস ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় আরো জানানো হয়েছিল যে- বহরমপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

যদি শেষপর্যন্ত বুধফেরত জরিপের ইঙ্গিতই বাস্তব হয়, তাহলে তৃণমূলের দীর্ঘদিনের চেষ্টা সফল হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অধীরের এককালীন ‘ডানহাত’ অপূর্ব সরকারকে (ডেভিড) নামিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল তৃণমূল।

অবশ্য অপূর্ব না জিতলেও একেবারে হাসতে-হাসতে জিততে পারেননি অধীর। চারটি বিধানসভায় পিছিয়ে ছিলেন। ভরতপুরে পিছিয়ে ছিলেন ৭,৬৮৯ ভোটে। রেজিনগরে তার থেকে ৩৫,৩৮২ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী। বেলডাঙায় অপূর্বের লিড ছিল ৩,০৮৮। নওদায় ২,৮৮০ ভোটে পিছিয়ে ছিলেন অধীর।

জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হলেন বিকৃত শিকার সেই তামান্না

কংগ্রেস-বিজেপির প্রার্থীদের চেয়ে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান

আপডেট সময় ০৩:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে এবার বাড়তি নজর মুর্শিদাবাদের বহরমপুরে। এই কেন্দ্রটি কংগ্রেসের অধীর চৌধুরীর গড় নামেই পরিচিত। তবে এবার এ আসনটিতে বাজিমাত করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান।

মঙ্গলবার (৪ জুন) সবশেষ খবর পাওয়া পর্যন্ত অধীর চৌধুরীর চেয়ে অন্তত ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের পাঠান ভ্রাতৃদ্বয়ের বড়জন। আর তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির নির্মল কুমার সাহা।

এর আগে ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সস ইন্ডিয়ার বুথফেরত জরিপেও ইউসুফ পাঠানের জয়ের ব্যাপারে ইঙ্গিত দেয়া হয়েছিল। ওই জরিপে বলা হয়েছিল, নিজের ‘গড়’ বহরমপুরে কিছুটা পিছিয়ে আছেন অধীর চৌধুরী। লোকসভার এই কেন্দ্রটিতে জয়ের দিকে কিছুটা এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।

তবে বুথফেরত জরিপের ফলাফল যে সবসময় ঠিক হবে, সেরকম কোনো নিশ্চয়তা নেই। অনেক সময়ই এক্সিট পোলে যা বলা হয়, তার ঠিক উল্টো হয় আসল ফলাফল।

আর ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সস ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় আরো জানানো হয়েছিল যে- বহরমপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

যদি শেষপর্যন্ত বুধফেরত জরিপের ইঙ্গিতই বাস্তব হয়, তাহলে তৃণমূলের দীর্ঘদিনের চেষ্টা সফল হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অধীরের এককালীন ‘ডানহাত’ অপূর্ব সরকারকে (ডেভিড) নামিয়ে বাজিমাত করার চেষ্টা করেছিল তৃণমূল।

অবশ্য অপূর্ব না জিতলেও একেবারে হাসতে-হাসতে জিততে পারেননি অধীর। চারটি বিধানসভায় পিছিয়ে ছিলেন। ভরতপুরে পিছিয়ে ছিলেন ৭,৬৮৯ ভোটে। রেজিনগরে তার থেকে ৩৫,৩৮২ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী। বেলডাঙায় অপূর্বের লিড ছিল ৩,০৮৮। নওদায় ২,৮৮০ ভোটে পিছিয়ে ছিলেন অধীর।