ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল Logo চাঁদাবাজদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব : মুহাম্মদ রেজাউল করীম Logo আজ জামায়াতের জাতীয় সমাবেশ, রাজধানীতে নেতাকর্মীদের ঢল Logo আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত Logo টিভিতে আজকের খেলা Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

চীন সফরে গেলেন আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

চীন সফরে গেছেন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। গতকাল বেলা ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলের নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। এ প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভান্ডার তৈরিতে যুক্ত থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন।

সফর শেষে ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান প্রতিনিধি দলের সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ তাজ। দলীয় সূত্রে জানা যায়, এই সফরে চীনা কমিউনিস্ট পার্টি কীভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সরকার ও তৃণমূলের সঙ্গে কীভাবে সমন্বয় করে, সাধারণ মানুষের জন্য কীভাবে কাজ করে- এসব বিষয়ের ওপর একটা কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর ২৫ জুন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের আরেকটি দলের চীন সফরের কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। এতে দলটির ১০ জনের মতো কেন্দ্রীয় নেতা অংশ নেবেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বহুবার চীন সফর করেছেন। ২০১৯ সালের ২১ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ক্ষমতাসীনদের আমন্ত্রণে সে সময় চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে।

গত বছর ২২ মে এবং ৮ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা দুবার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

চীন সফরে গেলেন আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

আপডেট সময় ০১:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

চীন সফরে গেছেন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। গতকাল বেলা ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলের নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। এ প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভান্ডার তৈরিতে যুক্ত থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন।

সফর শেষে ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান প্রতিনিধি দলের সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ তাজ। দলীয় সূত্রে জানা যায়, এই সফরে চীনা কমিউনিস্ট পার্টি কীভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সরকার ও তৃণমূলের সঙ্গে কীভাবে সমন্বয় করে, সাধারণ মানুষের জন্য কীভাবে কাজ করে- এসব বিষয়ের ওপর একটা কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর ২৫ জুন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের আরেকটি দলের চীন সফরের কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। এতে দলটির ১০ জনের মতো কেন্দ্রীয় নেতা অংশ নেবেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বহুবার চীন সফর করেছেন। ২০১৯ সালের ২১ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ক্ষমতাসীনদের আমন্ত্রণে সে সময় চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে।

গত বছর ২২ মে এবং ৮ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা দুবার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করেন।