রুহুল আমীন, বরিশাল:বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেডের কারখানায় নিয়মিত বেতন ভাতা এবং ওভার টাইমের দাবিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আনসারের গুলিতে ৪ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ওপর লাঠিচার্জ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে এ ঘটনা ঘটে। শ্রমিক ও পুলিশ জানান, দুপুরের দিকে ফরচুন সুজ ফ্যাক্টরিতে বেতন দেয়া হচ্ছিলো। শ্রমিকদের দাবি তাদের দুইমাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু তাদের বকেয়া বেতনের অর্ধেকটা দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয় শ্রমিকেরা। তারা এর প্রতিবাদ জানায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন- শ্রমিকদের উপর লাঠিচার্জ করা হয়নি। পরিস্থিতি শান্ত রাখতে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এখন পর্যন্ত চারজন শ্রমিক আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।