আর দেখা যাবে না মাঝমাঠে ক্রুস কন্ট্রোল। ইউরো ২০২৪ টুর্নামেন্টের পরে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান তারকা টনি ক্রুস।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে মঙ্গলবার (২১ মে) এ কথা জানান ক্রুস নিজেই। তার ক্লাব রিয়াল মাদ্রিদও বিষয়টি জানিয়ে বিশ্বকাপজয়ী এ তারকাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
৩৪ বছর বয়সী এ জার্মান ফুটবলার বলেন, “আমি খুশি এবং গর্বিত কারণ (অবসরের) নিজ থেকেই সিদ্ধান্তের জন্য সঠিক সময়টা বেছে নিতে পেরেছি। আমি সবসময় চেয়েছিলাম পারফরম্যান্সের চূড়ায় থেকে বিদায় নিতে।”
জার্মানির হয়ে ইউরোতে মাঠে নামার আগে আগামী ১ জুন ক্রুস খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩২টি মেজর ট্রফি জিতেছেন জার্মান স্নাইপার। এর মধ্যে রয়েছে একটি বিশ্বকাপ, ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।