সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে একাদশে জায়গা পাননি। লিটনের বদলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করেছেন সৌম্য সরকার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের আজ প্রথম ম্যাচে কি দেখা যাবে লিটন দাসকে?
নাকি তামিমের সঙ্গে সৌম্যর মাঝেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। এমন আলোচনার মাঝে লিটন দাসকে অনেকটাই নির্ভার দেখা গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যকে নিয়ে বিসিবির আয়োজিত নিয়মিত সাক্ষাৎকারে আজ লিটন নিজের অবস্থান, শান্তর অধিনায়কত্বসহ একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ দলের একাদশে নিজের জায়গা নড়বড়ে হওয়া প্রসঙ্গে লিটন বলেছেন, স্ত্রী ও কাছের মানুষের অনুপ্রেরণ আছে, তাই এসব নিয়ে তিনি চিন্তিত নন।
বিসিবির প্রকাশিত সাক্ষাৎকারে লিটন বলেন, ‘আমার অনেক মানুষই আছে যারা আমাকে সবসময় অনুপ্রাণিত করেন। অনেক কোচই আছেন যাদের সাথে কথা হয়, যারা আমাকে অনুপ্রেরণা দেন। আসলে এই সময়ে অনুপ্রেরণা দেওয়াটা অনেক বড় বিষয়। আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন শান্ত। অধিনায়ক প্রসঙ্গে লিটন বলেন, ‘খুবই ভালো। শেষ কয়েকটা সিরিজ সে (শান্ত) অধিনায়কত্ব করছে, আমার কাছে খুবই ভালো লাগতছে। যেহেতু তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নতুন। ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি হচ্ছে। যে কোনো মানুষের উন্নতির শেষ নেই, সে খুব ভালো করছে।’
লিটন আরও জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ অনেক ভারসাম্যপূর্ণ একটি দল। ২০২২ বিশ্বকাপের পর থেকেই দল বদলে গিয়েছে জানিয়ে লিটন, ‘২০২২ বিশ্বকাপের পর থেকে আমাদের টি-টোয়েন্টি দলটা অনেকটা ব্যালেন্সড। আমরা অনেকগুলো সিরিজ জিতেছি এবং ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেছি। এমন না যে জিতে যাচ্ছি। আমরা ভালো টিম গুলোর সঙ্গেও জিতেছি এবং ভালো ক্রিকেট খেলছি। আমার কাছে মনে হয় বিশ্বকাপে আলাদা একটা প্রেসার থাকবে , সন্দেহ নেই এটা সব টিমেরই থাকে। আমার কাছে মনে হয় আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, ফেয়ারলেস ক্রিকেট- কোন কিছুর আউটকামের চিন্তা না করে খেলা যায় আমার মনে হয় আমাদের খুব ভালো একটা চান্স আছে।’