ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহযোগিতা প্রদান

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়ন এর বহুলী বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর অগ্নিদগ্ধ পরিবার এর পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার(১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার কে নগদ ২৫,০০০/- টাকা সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ময়দুল আলম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নাজিম উদ্দীন, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবির এর সভাপতি তরিকুল ইসলাম, বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, জামায়াত নেতা মাওলানা মোকছেদ হোসেন, আব্দুল আলিম, ছাত্রনেতা নাঈম ইসলাম খান, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুল মোমিন।

উল্লেখ্য, গত ৬ মে, বহুলী বাজার এর ক্ষুদ্র স্টেশনারি ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর বসতবাড়ীর ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়ীর সকল আসবাবপত্র, কাপড়-চোপড়, টাকা পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সর্বশেষ ব্যবসা প্রতিষ্ঠান দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
সুন্দর সাজানো গোছানো বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই শেষ হয়ে গিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভুগি পরিবার।

এর পর নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার কে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং সান্তনা দিয়ে ধৈর্যধারণ করার পরামর্শ দেন, ক্ষুদ্র সহযোগীতাকে দয়া মনে না করে উপহার হিসেবে গ্রহণ করার জন্য ও পুনর্বাসন কাজে ব্যয় করার অনুরোধ জানান, মানুষের যেকোন বিপদ আপদে পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহযোগিতা প্রদান

আপডেট সময় ১০:৪২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়ন এর বহুলী বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর অগ্নিদগ্ধ পরিবার এর পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার(১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার কে নগদ ২৫,০০০/- টাকা সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ময়দুল আলম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নাজিম উদ্দীন, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবির এর সভাপতি তরিকুল ইসলাম, বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, জামায়াত নেতা মাওলানা মোকছেদ হোসেন, আব্দুল আলিম, ছাত্রনেতা নাঈম ইসলাম খান, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম ও আব্দুল মোমিন।

উল্লেখ্য, গত ৬ মে, বহুলী বাজার এর ক্ষুদ্র স্টেশনারি ব্যবসায়ী ইব্রাহিম হোসেন এর বসতবাড়ীর ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়ীর সকল আসবাবপত্র, কাপড়-চোপড়, টাকা পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সর্বশেষ ব্যবসা প্রতিষ্ঠান দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
সুন্দর সাজানো গোছানো বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই শেষ হয়ে গিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভুগি পরিবার।

এর পর নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার কে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং সান্তনা দিয়ে ধৈর্যধারণ করার পরামর্শ দেন, ক্ষুদ্র সহযোগীতাকে দয়া মনে না করে উপহার হিসেবে গ্রহণ করার জন্য ও পুনর্বাসন কাজে ব্যয় করার অনুরোধ জানান, মানুষের যেকোন বিপদ আপদে পাশে থেকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।