ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ক্যাফেটেরিয়ার মানহীন খাবারে স্বাস্থ্যঝুঁকিতে পাবিপ্রবি শিক্ষার্থীরা

ক্যাফেটেরিয়ার খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীদের একমাত্র খাবার গ্রহণের জায়গা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এখানে পরিত্যক্ত শৌচাগারে চলে খাবার প্রসেসিং, যার কারণে খাবার খেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা্ তবে উচ্চমূল্য, মানহীন খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানান সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাফেটেরিয়া।

শিক্ষার্থীদের অভিযোগ, মানহীন খাবার গ্রহণের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।এরমধ্যে অনেকে ক্যাফেটেরিয়ার খাবার খেয়ে অসুস্থও হয়েছেন বলে জানান তারা। পঁচা আলু দিয়ে তৈরি সিঙারা, আগের দিনের বাসি হয়ে যাওয়া টক ডালসহ এমন অনেক মানহীন খাবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ লিখে আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, এ নিয়ে অভিযোগবক্সে বেশ কয়েকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তারা।

গণিত বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়ায় সকালের নাস্তা করে আমার তিনবন্ধু পেটের সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিল। আমরা খিচুড়ি, সিঙারা আর চা খেয়েছিলাম। আমরা সিঙারাতে পঁচা আলু পেয়েছি। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবির আহমেদ বলেন, বাসি খাবার অনেকদিন ধরেই খাওয়ানো হচ্ছে। এগুলোর তদারকি করা দরকার। আমি নিজেও এর ভুক্তভোগী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বে ব্যবহৃত শৌচাগারের কমোডের উপর সিমেন্টের ঢালাই দিয়ে ঢেকে সেটি এখন ব্যবহৃত হচ্ছে রান্নার কাঁচামাল, চাল, ডাল, সবজি ধোয়া থেকে শুরু করে যাবতীয় পরিষ্কারের কাজ। অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরণের সুরক্ষা ছাড়াই রান্না করছেন ক্যাফেটেরিয়ার কর্মীরা। রান্না ঘরের খাবারে কোনো ঢাকনা নেই। মাছি বসছে খোলা খাবারে। এছাড়াও ছাদে থাকা পানির ট্যাংকের ঢাকনা খোলা থাকা ও দীর্ঘদিন পরিস্কার না করার অভিযোগ করেন অনেক শিক্ষার্থী।

এই বিষয় জানতে চাইলে ক্যাফেটেরিয়ার ম্যানেজার সোহেল রানা বলেন, আমরা যথেষ্ট স্বাস্থ্যসম্মত উপায়ে ও সতর্কতার সাথে খাবার প্রস্তুত করি ও সরবরাহ করি। আমাদের খাবার স্বাস্থ্যসম্মত না হলে এখানে খেয়ে সবাই অসুস্থ হতো। আর কেউ খেতেও আসতো না। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেগুলো কতৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে উদাসীন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, হলের ডাইনিং ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ শুনে আসছি। মানহীন ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে শিক্ষার্থীদের প্রায়ই অসুস্থ হয়ে পড়ার খবর পাই। এ বিষয়ে  কতৃপক্ষের উদাসীনতা সত্যিই হতাশাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়গুলো তদারকি করা এবং প্রয়োজনে নতুন করে টেন্ডার দিয়ে এসব অব্যবস্থাপনার অবসান ঘটানো।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকের তুলে আনা ছবি দেখে আমি বিস্মিত। পূর্বে ব্যবহৃত টয়লেটে এখন খাবার প্রসেসিং এর কাজ চলছে, যা খুবই বাজে ব্যাপার। প্রথমত, এটি জানার পর কারোরই সেখানে খাওয়ার রুচি থাকবে না। এছাড়া এমন পরিবেশের খাবার খেলে নানাবিধ পেটের অসুখ , ডায়রিয়া ও ফুড পয়জনিং সহ নানা জটিলতায় ভুগতে পারে খাবার গ্রহণকারীরা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার উন্মুক্ত রাখা ও মাছি বসার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস খাবারে বংশবিস্তার করে। এমনকি এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও ব্যহত করতে পারে। এমন অস্বাস্থ্যকর পরিবেশ রোধকল্পে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. শাহজাহান আলী জানান, নিম্নমানের খাবারের অভিযোগ শিক্ষার্থীদের কাছ থেকে আমিও পেয়েছি। তাদেরকে এ বিষয়ে সতর্ক হতে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ খাবার প্রসেসিং এর বিশুদ্ধ পানির  জন্য সাবমার্সিবল পাম্পের  লাইনও করে দিয়েছে। সার্বিক বিষয়ে দ্রুতই পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা, নিহত অন্তত ৩৮

ক্যাফেটেরিয়ার মানহীন খাবারে স্বাস্থ্যঝুঁকিতে পাবিপ্রবি শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীদের একমাত্র খাবার গ্রহণের জায়গা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। এখানে পরিত্যক্ত শৌচাগারে চলে খাবার প্রসেসিং, যার কারণে খাবার খেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা্ তবে উচ্চমূল্য, মানহীন খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানান সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাফেটেরিয়া।

শিক্ষার্থীদের অভিযোগ, মানহীন খাবার গ্রহণের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।এরমধ্যে অনেকে ক্যাফেটেরিয়ার খাবার খেয়ে অসুস্থও হয়েছেন বলে জানান তারা। পঁচা আলু দিয়ে তৈরি সিঙারা, আগের দিনের বাসি হয়ে যাওয়া টক ডালসহ এমন অনেক মানহীন খাবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ লিখে আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, এ নিয়ে অভিযোগবক্সে বেশ কয়েকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তারা।

গণিত বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়ায় সকালের নাস্তা করে আমার তিনবন্ধু পেটের সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিল। আমরা খিচুড়ি, সিঙারা আর চা খেয়েছিলাম। আমরা সিঙারাতে পঁচা আলু পেয়েছি। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবির আহমেদ বলেন, বাসি খাবার অনেকদিন ধরেই খাওয়ানো হচ্ছে। এগুলোর তদারকি করা দরকার। আমি নিজেও এর ভুক্তভোগী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বে ব্যবহৃত শৌচাগারের কমোডের উপর সিমেন্টের ঢালাই দিয়ে ঢেকে সেটি এখন ব্যবহৃত হচ্ছে রান্নার কাঁচামাল, চাল, ডাল, সবজি ধোয়া থেকে শুরু করে যাবতীয় পরিষ্কারের কাজ। অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরণের সুরক্ষা ছাড়াই রান্না করছেন ক্যাফেটেরিয়ার কর্মীরা। রান্না ঘরের খাবারে কোনো ঢাকনা নেই। মাছি বসছে খোলা খাবারে। এছাড়াও ছাদে থাকা পানির ট্যাংকের ঢাকনা খোলা থাকা ও দীর্ঘদিন পরিস্কার না করার অভিযোগ করেন অনেক শিক্ষার্থী।

এই বিষয় জানতে চাইলে ক্যাফেটেরিয়ার ম্যানেজার সোহেল রানা বলেন, আমরা যথেষ্ট স্বাস্থ্যসম্মত উপায়ে ও সতর্কতার সাথে খাবার প্রস্তুত করি ও সরবরাহ করি। আমাদের খাবার স্বাস্থ্যসম্মত না হলে এখানে খেয়ে সবাই অসুস্থ হতো। আর কেউ খেতেও আসতো না। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেগুলো কতৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে উদাসীন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, হলের ডাইনিং ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ শুনে আসছি। মানহীন ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে শিক্ষার্থীদের প্রায়ই অসুস্থ হয়ে পড়ার খবর পাই। এ বিষয়ে  কতৃপক্ষের উদাসীনতা সত্যিই হতাশাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়গুলো তদারকি করা এবং প্রয়োজনে নতুন করে টেন্ডার দিয়ে এসব অব্যবস্থাপনার অবসান ঘটানো।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকের তুলে আনা ছবি দেখে আমি বিস্মিত। পূর্বে ব্যবহৃত টয়লেটে এখন খাবার প্রসেসিং এর কাজ চলছে, যা খুবই বাজে ব্যাপার। প্রথমত, এটি জানার পর কারোরই সেখানে খাওয়ার রুচি থাকবে না। এছাড়া এমন পরিবেশের খাবার খেলে নানাবিধ পেটের অসুখ , ডায়রিয়া ও ফুড পয়জনিং সহ নানা জটিলতায় ভুগতে পারে খাবার গ্রহণকারীরা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার উন্মুক্ত রাখা ও মাছি বসার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস খাবারে বংশবিস্তার করে। এমনকি এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও ব্যহত করতে পারে। এমন অস্বাস্থ্যকর পরিবেশ রোধকল্পে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. শাহজাহান আলী জানান, নিম্নমানের খাবারের অভিযোগ শিক্ষার্থীদের কাছ থেকে আমিও পেয়েছি। তাদেরকে এ বিষয়ে সতর্ক হতে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ খাবার প্রসেসিং এর বিশুদ্ধ পানির  জন্য সাবমার্সিবল পাম্পের  লাইনও করে দিয়েছে। সার্বিক বিষয়ে দ্রুতই পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।