ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৭৭ Logo দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরিক্ষা’২৪ অনুষ্ঠিত Logo  নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত Logo প্রশিক্ষণরত ৫৯ এসআইকে একাডেমিতে শোকজ Logo সিরাজগঞ্জে ২৮ অক্টোবর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠিত Logo টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত Logo বেসরকারি খাতের উন্নয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক : গভর্নর Logo গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আইন উপদেষ্টা Logo বাংলাদেশের জার্সি গায়ে কি আর খেলতে পারবেন সাকিব

শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

সিরিজ ১-১ সমতায় থাকায় ডাবলিনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। অঘোষিত এই ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে পাকিস্তান। আইরিশদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখেই টপকে ফেলেছে পাকিস্তান।

ডাবলিনে ক্যাসল অ্যাভিনিউতে আইরিশদের ১৭৮ রানের জবাব দিতে নেমে ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাবর। ৬ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৫ ছক্কা। আর রিজওয়ান ৩৮ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস। এই দুই ব্যাটারের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে যায় পাকিস্তান।

সিরিজ নিশ্চিতের ম্যাচে ওপেনার সাইম আইয়ুবের অবদান ১৪ রান। শেষ দিকে ৬ বলে ১৮ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন আজম খান। ৫ রানে আউট হন ইফতেখার আহমেদ।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। শুরুতেই আইরিশ শিবিরে বড় ধাক্কা দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮ বলে ৭ করা রস অ্যাডায়ারকে বোল্ড করেন তিনি।

তবে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায় অ্যান্ডি বালবির্নি আর অধিনায়ক লরকান টাকারের ব্যাটে। দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৮৫ রানের জুটি গড়েন তারা।

বালবির্নিকে (২৬ বলে ৩৫) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন আব্বাস আফ্রিদি। তবে লরকান টাকার চালিয়ে খেলতে থাকেন। ইমাদ ওয়াসিমের শিকার হওয়ার আগে ৪১ বলে ১৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস উপহার দেন আইরিশ দলপতি।

২ উইকেটে ১৩২ রান ছিল আয়ারল্যান্ডের। সেখান থেকে ১৫৩ তুলতে তারা হারায় ৬ উইকেট। অর্থাৎ ২১ রানের মধ্যে ৪টি উইকেট তুলে নেন শাহিন-আব্বাসরা। ফলে আইরিশদের পুঁজিটা প্রত্যাশামতো বড় হয়নি।

হ্যারি টেক্টর একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন। ২০ বলে ২ চার আর ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। নয় নম্বরে নেমে ৬ বলে অপরাজিত ১০ করেন গ্রাহাম হুমে।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। আব্বাস আফ্রিদি ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৩ রান। এছাড়া একটি করে উইকেট শিকার মোহাম্মদ আামির আর ইমাদ ওয়াসিমের।

ট্যাগস :

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৭৭

শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

আপডেট সময় ১২:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

সিরিজ ১-১ সমতায় থাকায় ডাবলিনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। অঘোষিত এই ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে পাকিস্তান। আইরিশদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখেই টপকে ফেলেছে পাকিস্তান।

ডাবলিনে ক্যাসল অ্যাভিনিউতে আইরিশদের ১৭৮ রানের জবাব দিতে নেমে ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাবর। ৬ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৫ ছক্কা। আর রিজওয়ান ৩৮ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস। এই দুই ব্যাটারের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে যায় পাকিস্তান।

সিরিজ নিশ্চিতের ম্যাচে ওপেনার সাইম আইয়ুবের অবদান ১৪ রান। শেষ দিকে ৬ বলে ১৮ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন আজম খান। ৫ রানে আউট হন ইফতেখার আহমেদ।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। শুরুতেই আইরিশ শিবিরে বড় ধাক্কা দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮ বলে ৭ করা রস অ্যাডায়ারকে বোল্ড করেন তিনি।

তবে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায় অ্যান্ডি বালবির্নি আর অধিনায়ক লরকান টাকারের ব্যাটে। দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৮৫ রানের জুটি গড়েন তারা।

বালবির্নিকে (২৬ বলে ৩৫) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন আব্বাস আফ্রিদি। তবে লরকান টাকার চালিয়ে খেলতে থাকেন। ইমাদ ওয়াসিমের শিকার হওয়ার আগে ৪১ বলে ১৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস উপহার দেন আইরিশ দলপতি।

২ উইকেটে ১৩২ রান ছিল আয়ারল্যান্ডের। সেখান থেকে ১৫৩ তুলতে তারা হারায় ৬ উইকেট। অর্থাৎ ২১ রানের মধ্যে ৪টি উইকেট তুলে নেন শাহিন-আব্বাসরা। ফলে আইরিশদের পুঁজিটা প্রত্যাশামতো বড় হয়নি।

হ্যারি টেক্টর একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেছেন। ২০ বলে ২ চার আর ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। নয় নম্বরে নেমে ৬ বলে অপরাজিত ১০ করেন গ্রাহাম হুমে।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। আব্বাস আফ্রিদি ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৩ রান। এছাড়া একটি করে উইকেট শিকার মোহাম্মদ আামির আর ইমাদ ওয়াসিমের।