পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রোল অব দ্য নিউক্লিয়ার সায়েন্স ইন আনরেভেলিং দ্য মিসটেরি অব দ্য ইভ্যুলুশন অব দ্য ইউনিভার্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১১টায় এই সেমিনারের উদ্বোধন করেন সেমিনারের প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক।
পদার্থ এবং রসায়ন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তা ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. খায়রুল হক।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকতারা উপস্থিত ছিলেন।