ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাব পাস হওয়ার ঠিক আগে জাতিসংঘের সনদ ছিড়ে টুকরা টুকরা করেছেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন।
জাতিসংঘে ফিলিস্তিনের অধিকার সম্প্রসারণের প্রস্তাব শুক্রবার ব্যাপক ভোটে পাস হয়। এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হওয়ার যোগ্য বলে স্বীকৃতি দেওয়া হয়। প্রস্তাবে একইসঙ্গে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার বিষয়টি নিরাপত্তা পরিষদকে ‘অনুকূলভাবে পুনর্বিবেচনা করার জন্য’ সুপারিশ করা হয়েছে।
ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবকে জাতিসংঘ সনদের একটি ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। এটি গত মাসে নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোকে নস্যাৎ করেছে।
জাতিসংঘের সনদ ছিন্ন করার সময় এরদান বলেছেন, তিনি সাধারণ পরিষদের সদস্যদের জন্য ‘আয়না ধরে আছেন। তিনি বলেছেন, ‘এই দিনটি কুখ্যাত হয়ে থাকবে। আমি চাই সমগ্র বিশ্ব এই মুহূর্তটি মনে রাখুক, এই অনৈতিক কাজটি… আজ আমি আপনাদের জন্য একটি আয়না ধরতে চাই, যাতে আপনারা দেখতে পারেন যে আপনারা জাতিসংঘের সনদে ঠিক কী জোর দিচ্ছেন। এই ধ্বংসাত্মক ভোটে আপনারা নিজের হাতে জাতিসংঘের সনদকে ছিন্নভিন্ন করছেন।