ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি জনগণকে ভয় পায় না: ডা. এজেডএম জাহিদ Logo বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না: ওয়াকার-উজ-জামান Logo প্রকল্পগুলোতে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা Logo কুষ্টিয়ার কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ Logo পদ্মার ভয়াল স্রোতে মুন্সিগঞ্জে নদীভাঙন, বিলীন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান Logo চরফ্যাশনে শতাধিক এসএসসি শিক্ষার্থীদের এ-প্লাস সংবর্ধনা ছাত্রশিবির Logo প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন Logo বেলকুচিতে মেয়ের জামাইয়ের হাতে শশুর খুন Logo দ্রুত বাড়ছে যমুনার পানি, প্লাবিত নিম্নভূমি

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দুর্বৃত্তের হামলায় গুলিতে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শিকদার মোস্তফা কামাল (৪৮) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন। এদিন রাত ৮টার দিকে লোহাগড়ার কুন্দশি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে।

এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাত নয়টার দিকে মঙ্গলহাটা গ্রামে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তার প্রতিপক্ষের ফয়সাল শেখ (৩০) ও পলাশ মোল্যা (৪০) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার কুন্দশির একটি বাড়িতে সালিশ বৈঠকে যান মোস্তফা কামাল। সালিশ শেষে বাড়ি ফেরার পথে কুন্দশি-মঙ্গলহাটা রাস্তার পাশে সমির শিকদারের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। বুক ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, আমি নিজে ঘটনাস্থলে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগণকে ভয় পায় না: ডা. এজেডএম জাহিদ

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

দুর্বৃত্তের হামলায় গুলিতে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শিকদার মোস্তফা কামাল (৪৮) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন। এদিন রাত ৮টার দিকে লোহাগড়ার কুন্দশি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে।

এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাত নয়টার দিকে মঙ্গলহাটা গ্রামে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তার প্রতিপক্ষের ফয়সাল শেখ (৩০) ও পলাশ মোল্যা (৪০) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার কুন্দশির একটি বাড়িতে সালিশ বৈঠকে যান মোস্তফা কামাল। সালিশ শেষে বাড়ি ফেরার পথে কুন্দশি-মঙ্গলহাটা রাস্তার পাশে সমির শিকদারের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। বুক ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, আমি নিজে ঘটনাস্থলে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।